দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাব্য কারণ কি কি হতে পারে- কখনও স্বাধীনতার প্রশ্নে; কিংবা সাম্রাজ্য নিয়ে দ্বন্দ্বমুখর সম্পর্কে। কিন্তু একজনের পাতের খাবারে ভাগ বসানোর জন্য কেউ যুদ্ধে নেমেছে এমনটা কি কেউ শুনেছে কেউ- তাও আবার ঝিনুকের জন্য! এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে নরম্যান্ডির সমুদ্র উপকূলে, যেখানে ব্রিটিশ জেলে নৌকাগুলোকে রীতিমত ঝেঁটিয়ে বিদায় করেছে ফরাসি জেলেদের দল। ‘ঝিনুকের যুদ্ধ’ হয়ে তাই উত্তাল এখন নরম্যান্ডির সমুদ্র অঞ্চল।
যুদ্ধের রণক্ষেত্রে ব্রিটেন-ফ্রান্স যেন পুরনো শত্রু। দুই বিশ্বযুদ্ধ বাদ দিলে ফ্রান্স এবং ব্রিটেন যেন একে অপরের ‘প্রিয়’ প্রতিপক্ষ! হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউই পিছিয়ে নেই কারও চাইতে- হয় ফ্রান্স; নয়তো ব্রিটেন জয়ী হয়ে ফিরেছে যুদ্ধক্ষেত্র থেকে। কিন্তু কী আছে এই ঝিনুকে- যার জন্য রাতারাতি যুদ্ধের বেশে ফরাসি নৌকাগুলো তাড়া করেছে ব্রিটিশ ফ্লিটকে?
ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর মাঝ দিয়ে বয়ে গেছে বেশ কিছু চ্যানেল, যার মধ্যে ফ্রান্স এবং ব্রিটেনকে আলাদা করেছে নরম্যান্ডির চ্যানেল। সেখানে সুস্বাদু সামুদ্রিক খাবার ঝিনুক আহরণের জন্য সমাগম ঘটে এই দুটো দেশের জেলেদের। আবার ইউরোপিয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী কোন দেশের ১২ নটিক্যাল মাইল সমুদ্রসীমা পর্যন্ত সেই দেশেরই পূর্ণ অধিকার থাকবে।
ফরাসি আইনে অক্টোবরের শুরু থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত ঝিনুক উত্তোলন করা যায়। কিন্তু এই একই নিয়ম আবার খাটে না ব্রিটিশদের ক্ষেত্রে। ৫টি জেলে নৌকা নিয়ে ইংলিশ চ্যানেলে আগস্টের ২৮ তারিখে ভিড় জমিয়েছিল ব্রিটিশরা, উদ্দেশ্য ঝিনুক আহরণের। কিন্তু ফ্রান্সের ১২ নটিক্যাল সমুদ্রসীমার বেশ কাছে চলে আসলে ৩৫টি ফরাসি জাহাজের মুহুঃর্মুহ পটকা এবং বোতল নিক্ষেপের তোড়ে জীবন নিয়ে পালিয়েছে এই ব্রিটিশ নৌকাগুলো।
ফরাসি জেলেরা ভেবেছেন, তাদের ‘ভাত মারা’র জন্য ঝিনুক আহরণ মৌসুমের আগেই চ্যানেলে ঝিনুক লুট করতে এসেছে ব্রিটিশরা। ব্রিটিশ নৌকা আক্রমণ করে ফরাসি এক জেলে তাই সানন্দে জানান, ‘দিন শেষে এটা যথার্থ ছিল। তারা পালিয়ে গেছে’।
এদিকে ব্রিটিশ পরিবেশ অধিদপ্তর বিষয়টিকে দেখছে ‘জোচ্চুরি’ হিসেবে, তাদের অভিযোগ- নিজেদের চ্যানেল থেকে ঝিনুক কুড়িয়ে বেশি লাভবান হচ্ছে ফরাসিরা।
ঝিনুকের লড়াই এখন আপাতত স্তিমিত হলেও বলতেই হয়ে, প্রথম লড়াইয়ে ফরাসিদের কাছে ব্রিটিশরা পরাজিত।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন