পানির দাম বাড়ানোতে সেঞ্চুরি করতে চায় ঢাকা ওয়াসা

১৫২ পঠিত ... ১৮:২৬, জানুয়ারি ২৪, ২০২৪

420127587_1721978138293376_7936279729054594761_n

১৫ তম বারের মতো পানির দাম বৃদ্ধি করলো ঢাকা ওয়াসা। এটাই কী শেষ? না, এক গোপন, অসত্য ও ভুয়া সূত্রের মাধ্যমে জানা গেছে পানির দাম বাড়ানোতে সেঞ্চুরি করতে ইচ্ছুক ঢাকা ওয়াসা। এ ব্যাপারে আমাদের প্রতিবেদক নিয়েছেন ঢাকা ওয়াসার এক ভুয়া সাক্ষাৎকার।

প্র: কেমন আছেন?

ঢা: খুবই ভালো। একটু একটু করে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছুদূর গেলেই মনে হচ্ছে ছুঁতে পারব।

প্র: কেমন স্বপ্নের কথা বলছেন আপনি?

ঢা: আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন, সকলের স্বপ্ন।

প্র: একটু দরজা জানালা সব খুলে বলুন?

ঢা: আমার ছোটবেলা থেকেই সেঞ্চুরি করার স্বপ্ন ছিল। কিন্তু কখনোই কোথাও স্বপ্ন পূরণ করতে পারিনি। না কোনোদিন পরীক্ষার খাতায় ১০০ পেয়েছি না কখনও ক্রিকেট ব্যাট ঘুরিয়ে ৬ হাকাতে পেরেছি। এতদিন মনে করেছিলাম এই স্বপ্ন আর কখনোই সত্যি হবে না। কিন্তু না, সেইদিন শেষ।

প্র: কীভাবে সত্যি হবে আপনার এই সেঞ্চুরির স্বপ্ন?

ঢা: পানির দাম বাড়িয়ে! এখনও পর্যন্ত ১৫ বার বাড়িয়েছি। এটা আস্তে আস্তে ৫০ করব তখন হবে হাফ সেঞ্চুরি, তারপর এক লাফে সেঞ্চুরি করব। আমার ভেবেই খুশি লাগছে। স্বপ্নটা ঠিক চোখের সামনেই জ্বলজ্বল করছে।

প্র: কিন্তু এতে যে সাধারণ মানুষের ক্ষতি হবে? তা ভাববেন না?

ঢা: আমিই কেন ভাবব? আমি কি মানুষ নই? পানি হলেও তো মানুষ! আমারও তো চাওয়া পাওয়া আছে।

১৫২ পঠিত ... ১৮:২৬, জানুয়ারি ২৪, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top