বিশ্বাসের মা যেভাবে মা*রা গেল

২৬৩ পঠিত ... ১৬:৫২, অক্টোবর ১৯, ২০২৪

6 (18)

লেখা: মাহমুদ

সন্ধ্যার পর উত্তরা থেকে বাসে করে বাসায় আসতেছিলাম। বাসে এক অপরিচিত লোক আমাকে সালাম দিয়ে পাশের সিটে বসল। সালামের জবাব নিলাম আর ভাবলাম ঢাকায় সাধারণত অপরিচিত কেউ কাউকে সালাম দেয় না।

কিছুক্ষন পর, বাস থেকে নামার কয়েক মিনিট আগে পাশের সিটের লোকটা তার ব্যাগ থেকে বিস্কুট বের করে আমাকে খাইতে সাধল। বহুদিন পর এভাবে কোন অপরিচিত লোক বাসের মধ্যে কিছু খাবার অফার করল। প্রথমে একটু অস্বস্তি লাগল। পরে ভাবলাম ইদানিং রাতে ভালো ঘুম হয় না তার ওপর সামনে দুইদিন অফিস বন্ধ বিস্কুটটা খাইলে হয়ত দুইটা দিন শান্তিতে ঘুমাতে পারব। না রিস্ক নো শান্তি। আরামে দুইদিন নির্ভেজাল ঘুমের আশায় ওই লোকের দেওয়া বিস্কুট খেয়ে বাস থেকে নেমে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আরাম করে শুয়ে পড়লাম। ভাবলাম বাসের মধ্যে যে ডোজ নিছি দুই দিন আরামসে ঘুমানো যাবে।

কিন্তু এ কী অবস্থা! রাত বাজে প্রায় ১টা, এখনো ঘুমের কোন লক্ষণ নাই । ওই ব্যাটা কি তাহলে ভুয়া জিনিস দিল? ভুয়া জিনিসই দিছে নইলে অজ্ঞান হইতে তো এত দেরি হওয়ার কথা না। আজকাল কোনো কিছুতেই বিশ্বাস নাই। অপরিচিত লোকের দেওয়া খাবারেও ভেজাল শুরু হইছে।

২৬৩ পঠিত ... ১৬:৫২, অক্টোবর ১৯, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top