ফেসবুকে অসুস্থ থাকার স্ট্যাটাস দিয়ে যেভাবে চেম্বার খুললো ক্যামেলিয়া

২৯৫ পঠিত ... ১৬:১৮, মে ৩০, ২০২৪

441085859_439956768744995_8242977457698600085_n

আমার বান্ধবী ক্যামেলিয়া, বেশ সুন্দরি। ওর একটা অভ্যাস ছিল জ্বর-সর্দি হইলেও ফেসবুকে স্ট্যাটাস দেয়া। সুন্দরী হওয়াতে অনেক ডাক্তার এসেও কমেন্ট করত। জিনিসটাতে ও ব্যাপক মজা পেয়ে যায়।

এরপর প্রায়ই ফেক অসুখের কথা বলে স্ট্যাটাস দিত। দেখা যেত, বসে বসে হাতে মেহেদি দিচ্ছে, কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আজ হাতটা কেটে গেছে অনেকখানি, কী করব? এভাবে কমেন্টবক্স থেকে বেশ কয়েকজন ডাক্তারের সাথে ওর পরিচয় হয়ে গেল। ওদের সাথে ইনবক্সেও আলাপ শুরু হলো। নিজে ডাক্তারি পরামর্শ নেয়ার পাশাপাশি বান্ধবীদেরকে পরামর্শ নিয়ে দিত।

কিছুদিন আগে ও বাসায় একটা চেম্বার খোলে। ভিজিট ১০০ টাকা। সমস্যার কথা ওকে জানালে ও সেটা ফেসবুকে নিজের বলে স্ট্যাটাস দেয়। কমেন্ট বক্স থেকে সুবিধা মতো ডাক্তার বেছে নিয়ে ইনবক্সে নক দেয়। এরপর আলাপ শুরু হয়। একটু মিষ্টি করে কথা বললে, টেস্ট সাজেস্ট করা, রিপোর্ট দেখা, ঔষধ সাজেস্ট করা—সব সেবাই পাওয়া যায়। কেউ কেউ তো টেস্টে ছাড়ের ব্যবস্থাও করে দেয়।

এখন ওর হাতে লেটেস্ট ডাটা অনুযায়ী ডাক্তার আছে মোট ২৮ জন। ভিজিটও বাড়াইছে। এখন ২০০ টাকা করে নেয়। নিজের সমস্যা বলার পাশাপাশি মা, খালা, চাচি, জেঠি, ভাইয়া, দাদা, বাবা, বান্ধবী—এদের অসুখের কথা বলে। যাতে সন্দেহ না হয়। হাতে ২৮টা ডাক্তার থাকাতে এখন আর স্ট্যাটাসও দিতে হয় না, ইনবক্সেও সেবা পাওয়া যায়।

ব্যবসা চালিয়ে নিতে ডাক্তারদের কারও সাথে ও রিলেশনশিপে থাকে, কারও সাথে সিচুয়েশনশিপে থাকে, কারও সাথে বেঞ্চিঙে থাকে, কারও সাথে ব্রেডক্রাম্বিঙে থাকে। মাঝে মাঝে এইসবে আমরাও ওকে হেল্প করি। ক্যামেলিয়াসহ আমরা আরও কয়েকজন মিলেই ওর আইডিটা চালাই।

আমরা ঠিক করেছি, একটা স্টার্টআপ দেব। ১ বছরের প্ল্যানও করা হয়ে গেছে। আগামী ১ বছরে আমাদের টার্গেট ডাক্তারের সংখ্যা কমপক্ষে ১ হাজারে নিয়ে যাওয়া। এরপর দেশের প্রথম ভার্চুয়াল হাসপাতাল খোলা। এরপরের বছর ফোর্বসের কাভারে জায়গা করে করে নেয়া, শার্ক ট্যাংক থেকে ইনভেস্ট পাওয়া।

এজন্য আমাদের ক্যামেলিয়ার মতো সুন্দরী কিছু মেয়ে লাগবে। যারা আমাদের ডাক্তারের লিস্ট আরও সমৃদ্ধ করবে। ক্যামেলিয়া বেশি স্ট্যাটাস দিলে এক্সপোজ হয়ে যেতে পারে। মূলত নতুন নতুন ডাক্তার কালেকশন করার জন্য নতুন নতুন মেয়ে দরকার। এরপর ইনবক্স আমরা সবাই মিলেই সামলাব।

বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীকে প্রেম করতে জানতে হবে, ন্যাকামো করা জানতে হবে, জেনজি রিলেশনশিপের সকল টার্মে অভিজ্ঞ হতে হবে। বছরের বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

২৯৫ পঠিত ... ১৬:১৮, মে ৩০, ২০২৪

আরও

 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top