প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শুরু হয় শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য সাহায্য নেয় কোচিং সেন্টার এবং নানান রকম মোটিভেশনাল স্পিকারের। একেক জন একেক রকম নির্দেশনা দিয়ে থাকেন কীভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হতে হবে। বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলে আপনার জন্য এটুকু প্রস্তুতিই যথেস্ট, কিন্তু আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তাহলে তবে এসবের বাইরেও আপনাকে কিছু এক্সট্রা প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
গণরুমে থাকার প্রস্তুতি
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে গণরুমে থাকার প্রস্তুতি আপনাকে আগে থেকেই নিয়ে নিতে হবে। এক রুমে অন্তত চল্লিশজন এক সাথে ঘুমানোর প্রস্তুতি রাখতে হবে। আমাদের বিশ্ববিদ্যালগুলোর কালচার ও সংস্কৃতির সাথে গণরুম ওতপ্রতভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি এই সংস্কৃতির একটা অংশ হয়ে যাবেন, ফলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো।
গেস্টরুমের জন্য বাড়তি প্রস্তুতি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথেই আপনি যেকোনো সময় যেকোনোদিন গেস্টরুমে আমন্ত্রণ পেতে পারেন। সেখানে আপনাকে সিনিয়ররা নানাভাবে আপ্যায়ন করবে। পূর্ব প্রস্তুতি না থাকলে এই আপ্যায়ন আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে। প্রস্তুতি নেয়ার জন্য সিনিয়র বড় ভাই ও গেস্টরুমের অভিজ্ঞতা সম্পন্ন কারও সাথে আলোচনা করে নিতে পারেন।
র্যাগের জন্য মানসিক প্রস্তুতি
বিশ্ববিদ্যালয়ের বড় ভাই/আপুদের প্রেমিক-প্রেমিকার জন্য টুথব্রাশ কিনে পৌঁছে দেয়া থেকে শুরু করে নেতাদের জন্য সিগারেটের রুম ডেলিভারি করার মত সব ধরনের কাজ করার প্রস্তুতি রাখতে হবে। কান ধরে উঠবস করা, নাচাসহ নানানবিধ কলার প্রস্তুতি নিয়ে রাখলে বেশ ভালো। পূর্ব প্রস্তুতি না থাকায় অনেকে মানসিকভাবে ও শারীরিকভাবে নানান জটিলতায় ভোগে।
মার সহ্য করার ক্ষমতা অর্জন
বিশ্ববিদ্যালয়ে কেউ আপনাকে কেনো মারবে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো মারার পর আপনি সেটা সহ্য করতে পারছেন কি না? অবশ্য সহ্য করার পূর্ব প্রস্তুতি না থাকলে আপনাকে সহ্যই করে যেতে হবে। কিছুই করার নেই। তবে মনে রাখবেন, মার খেয়ে মরে যাওয়া যাবে না।
প্রশাসনিক কাজের জন্য রেজিস্ট্রার বিল্ডিং-এ দৌড়ানোর প্রস্তুতি
ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার ফি সহ নানা রকম উন্নয়ন এবং নানা রকম প্রয়োজনে হল থেকে ডিপার্ট্মেন্ট হয়ে প্রশাসনিক ভবনে দৌড়ানোর প্রস্তুতি রাখতে হবে। খুবই ভালো হয় যদি এই কাজের জন্য আলাদা সাশ্রয়ী এবং টেকসই স্যান্ডেল কিনে রাখেন। ভর্তির আগে প্রতিদিন সকালে ২ ঘণ্টা ও বিকালে ২ ঘণ্টা করে দৌড়ালে ভালো।
মিছিলে যাওয়ার প্রস্তুতি
রাজনীতিতে আগ্রহী হোন বা না হোন, মিছিলে গিয়ে গলা ফাটিয়ে নিজ নিজ হল বা প্রতিষ্ঠানকে সংগঠনের ঘাটি দাবী করতে পারতে হবে। আর মিছিলে না গেলে হলে ঢোকার চিন্তা বাদ দিতে হবে। আপনার ক্লাস থাকতে পারে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, থাকতে পারে ল্যাব কিংবা ডেটিং—এইসব ভুলে কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে যেতে হবে মিছিলে, সভায় কিংবা সমাবেশে। পূর্ব প্রস্তুতির জন্য বাসার দরজা বন্ধ করে স্লোগান প্র্যাকটিস করতে পারেন।
মারামারি-গ্যাঞ্জাম পাশ কাটিয়ে ক্লাসে পৌছানো
ক্যাম্পাসে প্রাত্যাহিক একাডেমিক কাজের পাশাপাশি চলতে থাকে বিভিন্ন গ্রুপের মারামারি। গ্যাঞ্জামরত গ্রুপ গুলোর অংশ না হলে আপনাকে প্রস্তুত থাকতে হবে এসব স্পট এড়িয়ে চলার বা একান্ত স্পটে থাকলেও গাঁ বাঁচিয়ে গ্যাঞ্জাম এড়িয়ে ক্লাসে পৌছানোর। এজন্য সম্ভব হলে বন্ধুদের মাঝে মারামারি লাগিয়ে চিপাচাপা দিয়ে পার হয়ে যাওয়ার প্র্যাকটিস করে রাখুন।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন