ইদ স্পেশাল কৌতুক

২৬০২ পঠিত ... ১৫:০৪, জুন ২৬, ২০২৩

Eid-special-jokes

১#

ক্রেতা: ইদে সবাই কিছু না কিছু ছাড় দিচ্ছে, আপনারা দিচ্ছেন না কেন?

বিক্রেতা: আমরা এবার এই ছাড় শব্দটাকেই ছাড় দিয়েছি।

 

২#

ইদের দিন ভোরবেলা শপিং মলের দারোয়ানের কাছে ফোন এলো, ‘শপিং মল কখন খুলবেন আজ?’

দারোয়ান: আজকে তো ইদের বন্ধ। তিনদিন পর খুলব আর।

লোক: না, না, আজ খুলতেই হবে আপনাকে।

দারোয়ান: কেন? এখন কী কিনবেন আপনি?

লোক: কিছু কিনবো না, কাল বউ এর সাথে শপিং করতে এসেছিলাম, এখনও শপিং শেষ করে বের হতে পারিনি। ঘণ্টাখানেকের মধ্যে বের হবো আশা করছি।

 

৩#

চাঁদ রাতে এক প্রবীণ দর্জির কাছে পাঞ্জাবি নিয়ে গেছে এক যুবক।

যুবক: দাদু, আমার পাঞ্জাবিটা কি একটু সাইজ করে দেয়া যাবে?

দর্জি: এখন তো আর চোখে দেখি না বাপু, শেষবার পাঞ্জাবি সাইজ করেছি ১৯৭১ সালে।

 

৪#

ইদের শপিং করতে এসে নিউমার্কেটে দুই লোক বউ হারিয়ে ফেলেছে…

: আপনার বউ হারিয়ে গেছে?

: জ্বী, আপনার?

: আমার বউকেও পাচ্ছি না।

: আপনার বউ দেখতে কেমন বলুন তো?

: লম্বা, বব কাট চুল, চিকন কোমর

: চলুন, আপনার বউকেই আগে খুঁজি।

 

৫#

এক কিপটে লোকের কাছ থেকে ইদের দাওয়াত আদায় করে নেয়ায় ব্যস্ত তার কলিগরা…

কলিগ: অবসর সময়ে সবাইকে নিমন্ত্রণ করে সামাজিকতা বজায় রাখা উচিৎ।

কিপটে: ঠিক বলেছেন।

কলিগ: তাহলে এই ইদের ছুটিতে আমরা আপনার বাসায় আসি কী বলেন?

কিপটে: কিন্তু আমি তো ৬০ বছরে অবসর নেব। এরপর ইচ্ছে হলেই চলে আসবেন।

২৬০২ পঠিত ... ১৫:০৪, জুন ২৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top