বিয়ের আগে যে জোকগুলো পড়বেন না

৯২২৯ পঠিত ... ১৭:৩৩, জুন ২৫, ২০২৩

বিয়ের-আগে-যে-জোকগুলো-পড়বেন-না

১#

একটা বড় টানেলের ভেতর দিয়ে ট্রেনটা বেরিয়ে আসার পর প্রেমিক প্রেমিকাকে বললো, ‘ইস, আগে যদি জানতাম টানেলটা এত বড় তাহলে জমাট একটা চুমু খেতাম।’

প্রেমিকা অবাক হয়ে বললো, ‘সে কী তুমি নও? তাহলে কে দিলো!’

 

২#

প্রেমিকের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রেমিকা বললো, ‘তুমি কখনও রুমাল বিক্রি করেছো?’

প্রেমিক: না, তো।

প্রেমিকা: করলে ভালো হতো। ঠিক আছে, এই রুমালগুলো রাখো আর আমার কাছে রুমাল বিক্রির অভিনয় করো।

প্রেমিক: ওমা! কেন?

প্রেমিকা: ঐ যে আমার স্বামী আসছে।

 

৩#

স্বামী: প্রতিবার শেভ করার পর মনে হয় বয়স দশ বছর কমে গেছে।

স্ত্রী: তাহলে রাতে শোবার আগে তিনবার শেভ করে এসো।

 

৪#

বেশ যাচ্ছিল ট্যাক্সিটা, হঠাৎ দাঁড়িয়ে পড়লো।

ছেলে: কী ব্যাপার? থামলে কেন?

ড্রাইভার: আপা যে বললেন, আস্তে আস্তে।

ছেলে: না, না, চালাও। ও তোমাকে বলেনি।

 

৫#

চিত্রশিল্পী আঁকা শেষ করে মডেলকে চুমু খেল। মডেলটি বলে উঠলো, ‘আপনি বোধহয় সব মডেলকেই এভাবে চুমু খান?’

চিত্রশিল্পী: মোটেই না। তুমিই প্রথম।

মডেল: আপনি এ পর্যন্ত কতজন মডেল নিয়ে কাজ করেছেন?

চিত্রশিল্পী: চারজন। একটা গোলাপ ফুল, একটা পেঁয়াজ, একটা কলা আর তুমি।

৯২২৯ পঠিত ... ১৭:৩৩, জুন ২৫, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top