১#
বস: এ কী টাইপিস্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই, কিন্তু প্রতিটি লাইনে এক গণ্ডা ভুল! আপনাকে বলিনি, টাইপিস্ট নেয়ার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
ম্যানেজার: শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
২#
বস: এ কী! আজকে অফিসের হিসাব মিলানোর শেষ তারিখ আর ক্যাশিয়ার নেই? কোথায় গেছেন তিনি?
কেরানি: তিনি গেছেন রেস খেলতে, স্যার।
বস: রেস খেলতে? আমি কি ঠিক শুনছি?
কেরানি: জি স্যার। যাওয়ার আগে বলে গেছেন, ক্যাশ মিলানোর এটাই তার শেষ সুযোগ।
৩#
সাপ্তাহিক বেতনের দিন। চেক পেয়ে আরিফ সাহেব চিৎকার করে উঠলেন…
আরিফ: আমাকে কম টাকা দেয়া হলো কেন?
বস: গত সপ্তাহে তোমাকে ভুল করে বেশি টাকা দিয়েছিলাম। কই, তখন তো কিছু বলোনি?
আরিফ: একটা ভুল নাহয় হয়ে গেছে, এজন্য পর পর দুইটা ভুল তো আর হতে দিতে পারি না।
৪#
সুমন: জানিস, ম্যানেজার সাহেব আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
শিহাব: কেন?
সুমন: তিন দিন অফিসে যাই নাই তাই।
শিহাব: ম্যানেজার সাহেবকে বলে দিলেই তো পারতি যে তোর বাবা মারা গেছেন।
সুমন: এ কথা উনি বিশ্বাস করতেন না।
শিহাব: কেন, কারও কি বাবা মারা যায় না?
সুমন: মারা তো অবশ্যই যায়। কিন্তু, ম্যানেজার সাহেবই যে আমার বাবা!
৫#
নতুন চাকরিতে ঢুকেছে বিপ্লব…
ম্যানেজার: তুমি এখন, মাসে পাঁচশ টাকা বেতন পাবে। দুই মাস পর সেটা হবে এক হাজার টকা।
বিপ্লব: আমি তাহলে স্যার, দুই মাস পরেই কাজে আসব।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন