এক ছোট্ট ছেলে একবার বেডরুমে তার বাবা-মাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেললো।
ছেলেটা লাজুক এবং চুপচাপ স্বভাবের। কথা খুবই কম বলে। তিনটি প্রশ্ন করলে একটার উত্তর দেয়। তো, অন্তরঙ্গ অবস্থায় তাদেরকে দেখে ফেলায় ছোট্ট ছেলেকে নিয়া বাবা-মা দুজনই চিন্তিত হয়ে পড়লো। কারণ সেদিনের পর থেকে তাদের ছেলে আরও চুপ চাপ বিষণ্ণ হয়ে পড়লো।
মা তাকে মাথায় হাত বুলিয়ে বললো, তুমি কি আমাদের ওপর রাগ করেছো? ছেলেটা হ্যা-সূচক মাথা নাড়লো।
: কেন বাবা, আমরা কি তোমাকে কষ্ট দিয়েছি?
ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে অভিমানী সুরে বললো, 'অথচ আমি শুধু মুখে বুড়ো আঙুল চুষি তাতেই তুমি আমাকে বকাঝকা করো!'
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন