আপনিও কি আহত হয়েছেন?

৯৫০ পঠিত ... ১৯:০০, মে ২৪, ২০১৬


মোটর গাড়ি দুর্ঘটনার দরুন ক্ষতিপূরণ দাবিতে মামলা চলছিল। আসামির উকিল ফরিয়াদিকে প্রশ্ন করলেন, দুর্ঘটনার পরে আসামি যখন আপনাকে জিজ্ঞাস করেছিল, আপনি কি আহত হয়েছেন? তখন আপনি বলেছিলেন কি না যে আপনার কোনো চোট লাগেনি?
বিবাদী বলল, হ্যাঁ, বলেছিলাম। কিন্তু কথাটা বলা হয়েছিল এভাবে— আমার ঘোড়ার গাড়ি মোটরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে পড়ল। আমি খাদে পড়লাম। আমার পাশে ঘোড়াটাও চিৎ হয়ে চার পা তুলে রইল। লোকটা গাড়ি থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকাল। তারপর তার মনে হল ঘোড়ার একটা পা ভেঙে গেছে। তখন সে গাড়িতে গিয়ে বন্দুকটা নিয়ে ফিরে এলে। ঘোড়াটাকে গুলি করল। তারপরই আমার দিকে তাকিয়ে বলল, আপনিও কি আহত হয়েছেন?


৯৫০ পঠিত ... ১৯:০০, মে ২৪, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top