এক দম্পতির বাচ্চা হবে। তারা হসপিটালে গেলো।
ডাক্তার তাদেরকে জানালো যে, নতুন একটা মেশিন আবিষ্কৃত হয়েছে যা বাচ্চার মায়ের পেইনকে বাচ্চার বাবার শরীরে ট্রান্সফার করে দিতে পারে।
খরচ একটু বেশি পড়লেও দম্পতি মেশিনটা ব্যবহার করতে রাজি হলো।
ডাক্তার প্রথমে পেইন ট্রান্সফার ১০% ঠিক করলো।
পেইন যত বাড়লো, স্বামীর চেহারা দেখে মনে হলো সে কিছুটা ব্যথা পাচ্ছিল। সে ডাক্তারকে পেইনের পরিমান বাড়িয়ে দিতে বললো। ডাক্তার পেইন ট্রান্সফারের হার ৫০% করে দিলো।
এবার স্বামী চোখ মুখ একটু বিকৃত করলো। তবুও যেহেতু সে মোটামুটি ঠিক আছে, ডাক্তারকে সে অনুরোধ করলো যাতে স্ত্রীর পেইনের ১০০%ই তার শরীরে ট্রান্সফার করতে।
ডাক্তার কিছুটা দ্বিধায় থাকলেও অনুরোধ রাখলো। স্ত্রী তেমন কোনো পেইন ছাড়াই সুস্থ-সবল বাচ্চার জন্ম দিলো।
তারা হাসপাতাল থেকে খুশিমনে বাড়ি ফিরলো।
বাড়ি ফিরে জানলো তাদের প্রতিবেশী তার ঘরের সোফায় মরে পড়ে আছে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন