এন্ড্রু ফ্লিনটফ আর মাইকেল ভন যেভাবে স্বর্গে ক্রিকেট আছে কিনা তা জানতে পারলেন

৬৬৪ পঠিত ... ০৩:৩৫, জুন ২১, ২০১৯

অনেক অনেককাল পরের কথা। মাইকেল ভন আর এন্ড্রু ফ্লিনটফ লর্ডস স্টেডিয়ামের বাইরে এক পার্কে বসে কথা বলছে। তারা দুজনই থুড়থুড়ে বৃদ্ধ। তারা পায়রাকে খাওয়াতে খাওয়াতে অ্যাশেজ থেকে শুরু করে ক্রিকেটের নানা মজার মুহূর্ত নিয়ে আলাপ করছিল।  

মাইকেল ফ্রেডিকে বললো, তোমার কি মনে হয় স্বর্গে ক্রিকেট আছে?

ফ্লিনটফ একটু ভেবে বললো, জানি না। তবে, চলো একটা চুক্তিতে যাই। আমাদের মধ্যে যে আগে মারা যাবে সে এসে জীবিতজনকে স্বর্গে ক্রিকেট আছে কিনা জানাবে।

তারা এই ব্যাপারে একমত হয়ে হ্যান্ডশেক করলো।  

দুঃখজনক ব্যাপার, ফ্রেডি কয়েক মাসের মাথায় মারা গেলো।

একদিন বিকেলে একই পার্কে মাইকেল ভন পায়রাকে খাওয়াচ্ছে। তখন ফিসফিস আওয়াজ শুনলো, মাইকেল .... মাইকেল!  

: ফ্রেডি? তুমি সত্যি সত্যি এসেছো?

: হ্যাঁ মাইকেল, আমিই ফ্রেডির ভূত।

ভন অবাক হলেও তাদের প্রতিশ্রুতির কথা ভুললো না।

: তারপর কী খবর? স্বর্গে কি ক্রিকেট আছে?

: হুম, এ ব্যাপারে আমার কাছে দুটো খবর আছে। একটা ভালো, আরেকটা মন্দ।

: ভালো খবরটাই আগে দাও।

: স্বর্গে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে।

: দারুণ! কিন্তু খারাপ খবরটা কী?

ফ্রেডি দীর্ঘশ্বাস ফেলে বললো, আগামী কিছুদিনের মধ্যেই ওখানে তুমি ইনিংস শুরু করতে যাচ্ছো।

৬৬৪ পঠিত ... ০৩:৩৫, জুন ২১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top