এক দম্পতির তিনটা ইচ্ছা পূরণের বিনিময়ে জিনি যে অদ্ভুত শর্তটি রাখলো

৪৫৩৬ পঠিত ... ০৩:২৮, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

এক দম্পতি একটা পার্কে গলফ খেলছিল। হঠাৎ স্ত্রীর একটা হিটে বল গিয়ে পাশের এক বাড়ির জানালা ভেঙে ঢুকে গেল। তারা দুঃখ প্রকাশ করতে গিয়ে দেখে সেই বাড়িতে একটা লোক বল হাতে দাঁড়িয়ে আছে।

—আপনিই কি এই বাড়ির মালিক?

—না, আমি একজন জিনি। তোমরা চাইলে তোমাদের তিনটা শর্ত পূরণ করব।

 

তারা শিউরে উঠল! কী অদ্ভুত, বলের জন্য ক্ষমা চাইতে এসে উল্টো সুযোগ!

—জি আমরা চাই।

—কী চাও?

—আমরা গলফ খুব ভালোবাসি, তাই গলফ খলার জন্য বিশাল একটা প্রান্তর চাই।

—আর?

—আর দুজনের জন্য দুটো স্পোর্টস কার চাই।

—আর?

—আর এক বিলিয়ন ডলার।

জিনি বলল, ঠিক আছে, তোমাদের তিনটা শর্তই মানা হবে। বিনিময়ে আমার একটা মাত্র শর্ত মানতে হবে।

—কী? স্বামী জানতে চায়।

—তোমার সুন্দরী স্ত্রীর সাথে কিছু ঘনিষ্ঠ সময়...

স্বামী-স্ত্রী ভাবল, মন্দ কী! মাত্র তো কিছু সময়ের মামলা, বিনিময়ে জীবনটাই বদলে যবে। তারা রাজি হলো।

 

জিনির কাছ থেকে বিদায় নেয়ার সময় জিনি হঠাৎ জানতে চাইল—

—আচ্ছা, তোমাদের বয়স কি খুব কম?

—কেন?

—না, মানে এখনো এই যুগে জিনির গল্প বিশ্বাস করো?

৪৫৩৬ পঠিত ... ০৩:২৮, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top