লজিকের উপর পরীক্ষা হচ্ছে। স্যার বললেন-
—এখানে টেবিলটা নেই, এটা যুক্তি দিয়ে বোঝাও... সময় এক ঘণ্টা।
সবাইকে খাতা দেওয়া হলো। সবাই ঝাঁপিয়ে পড়ে লিখতে শুরু করল। শুধু একজন সঙ্গে সঙ্গে খাতা জমা দিয়ে চলে গেল। বাকিরা ত্রিশ মিনিট ধরে লিখে খাতা জমা দিল।
পরে দেখা গেল, সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে সেই ছেলেটি, যে সবার আগে কিছু না লিখেই খাতা জমা দিয়ে চলে গেছে। অন্য ছাত্ররা ক্ষেপে গেলো।
—স্যার এটা কী করে হয়? ও তো কিছু লেখেনি। না লিখেই কী করে ফার্স্ট হলো।
—কে বলল ও লেখেনি... ও লিখেছে।
—কী লিখেছে?
—লিখেছে ‘কোন টেবিল...?’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন