যে কারণে লোকটির ব্যথা কমছে না

১৫৭৬ পঠিত ... ১৬:২৯, ডিসেম্বর ০৮, ২০১৮

একজন সহজ সরল লোক ডাক্তারের কাছে গিয়ে বলল-
'ডাক্তার মশাই । আমি রাস্তায় হাঁটছিলাম, তখন পায়ে ব্যথা পেয়েছি।'
ডাক্তার লোকটিকে একটি মলম দিলেন এবং বললেন, 'আপনি যেখানে ব্যথা পেয়েছেন, সেখানে মলম লাগান। দুয়েক দিনের মধ্যে ব্যথা সেরে যাবে।'
লোকটি মলমটি নিয়ে চলে এলো।

তিন দিন পর-
এক সহজ সরল লোকটি রাস্তার ধারে একটি ইটে মলম লাগাচ্ছে।
পথচারী: কী ব্যাপার! ইটে মলম লাগাচ্ছ কেন?
সরল লোক: ডাক্তার সাব বলেছে, আমি যেখানে ব্যাথা পাইছি সেইখানে এই মলমটা মাখতে। আমি এই ইটটাতেই ব্যাথা পাইছিলাম, তাই মলমটা মাখাইতেছি... কিন্তু ব্যাথা তো কমছে না!

১৫৭৬ পঠিত ... ১৬:২৯, ডিসেম্বর ০৮, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top