গর্দভটা এক ভুল দুইবার করলো, এতে মাতালের কী দোষ!

২০০৮ পঠিত ... ১৭:১৬, সেপ্টেম্বর ০৯, ২০১৮

দুই মাতাল বারে বসে টিভিতে খবর দেখছে। হঠাৎ পর্দায় ভেসে উঠল এক ব্যক্তি লন্ডন ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছে।
১ম : ১০ ডলার বাজি সে সাফ দেবে!
২য় : আচ্ছা! ১০ ডলার... সে লাফ দেবে না!

মিনিটখানেক রুদ্ধশ্বাস অপেক্ষার পর দেখা গেল সেই ব্যক্তি লাফ দিয়ে নিজেকে জীবন দিয়ে দিল। এবারে ২য় জন পকেট থেকে দশ ডলার বের করে ১ম জনের দিকে এগিয়ে দিল। কিন্তু অধিক মদ্যপানের ফলে দু’জনেরই মন অত্যধিক নরম হয়ে ছিল।

১ম : না না আমি এই টাকা নিতে পারব না... আমি দুপুরের খবরের আগেই দেখেছিলাম যে সে লাফ দিয়েছে!
২য় : আরে এতে সমস্যা কী? আমিও তো দুপুরের খবরে একই জিনিস দেখেছি কিন্তু আমার মাথায় ঢোকেনি যে গর্দভটা একই ভুল দু’ইবার করবে...।

২০০৮ পঠিত ... ১৭:১৬, সেপ্টেম্বর ০৯, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top