বারে হঠাৎ দুই লোকের ধাক্কা লেগে একজনের গ্লাস থেকে খানিকটা পানীয় ছলকে পড়ে গেল।
১ম : ওহ! আমি দুঃখিত! এর ক্ষতিপূরণ হিসেবে তোমাকে আমার সঙ্গে এক গ্লাস ভদকা খাওয়ার প্রস্তাব দিতে পারি?
২য় : নিশ্চয়ই!
প্রথম রাউন্ড শেষ হতেই—
১ম : আমি আয়ারল্যান্ড থেকে এসেছি আর তুমি?
২য় : আমিও তো সেখানে থেকেই এসেছি! চলো সেই উপলক্ষ্যে আরেক রাউন্ড হয়ে যাক!
১ম : আমি ডাবলিন শহরেই থাকতাম, তুমি?
২য় : আরে! আমিও ডাবলিনের বাসিন্দা ছিলাম।
১ম : দারুণ! এ উপলক্ষে আরেক রাউন্ড হয়ে যাক তবে!
১ম : আচ্ছা তুমি কোন স্কুলে পড়তে বল তো...
২য় : সেন্ট ম্যারিতে...
১ম : কী আশ্চার্য! আমিও একই স্কুল থেকে বাস করেছি!
২য় : ওয়াও! এবার তবে আমার পক্ষ থেকে আরেক রাউন্ড স্কচ!
১ম : আচ্ছা তুমি কোন বছরে পাস করেছে? আমি ১৯৬২ তে...
২য় : তাজ্জব ব্যাপার! আমিও তো ৬২-তেই পাস করলাম!
১ম : হ্যাঁ ঈশ্বর! সেই খুশিতে চলুক তবে আরেক দান হুইস্কি!
এমন সময় পাশের টেবিল থেকে একজনকে প্রচণ্ড বিরক্ত হয়ে বলতে শোনা গেল— ‘উফ! প্রতিটা দিন এই মাতাল দুই যমজ ভাইয়ের একই নাটক তো আর সহ্য হয় না!’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন