কারো শোকের কারণ এমন হলে কখনো সান্ত্বনা দিতে যাবেন না

২৩৪০ পঠিত ... ১৬:৫০, জুলাই ২৮, ২০১৮

বারে বসে এক লোককে বিয়ারের পর বিয়ার গিলে যেতে দেখে পাশের লোক জানতে চাইল সে কি কোনো সমস্যায় পড়েছে কি না, যার কারণে এভাবে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে।
: আমার জন্য ৫০ হাজার টাকা রেখে আগস্ট মাসে আমার মা মারা গেছে।

অলংকরণ: সামির

: আহা! আমি দুঃখিত!
: আমার জন্য ৭০ হাজার টাকা রেখে সেপ্টেম্বরে আমার বাবা মারা গেছে।
: আমি সত্যিই দুঃখিত!
: তারপরে আমার জন্য ২০ হাজার টাকা রেখে অক্টোবর মাসে আমার দাদি মারা গেছে।
: আঃ আমি আসলেই দুঃখিত... এভাবে পর পর তিনজন আপনজন হারানোর ব্যাথাকে সান্ত্বনা দেবার কোনো ভাষা আমার জানা নেই...

এবার মাতাল অপর লোকটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল— আজ নভেম্বরের ২৮ তারিখ অথচ আর কারো কোনো খবর নেই!

২৩৪০ পঠিত ... ১৬:৫০, জুলাই ২৮, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top