যে কারণে বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু থাকা ভালো

৩১৬৯ পঠিত ... ০৯:২৬, জুন ১০, ২০১৮

এক মহাবোকা লোক সে তার প্রাণের দোস্ত শ্যামকে নিয়ে গেছে বনে, শিকার করতে। দুজনের হাতেই বন্দুক। হঠাৎ পায়ে কিছু একটা বেধে শ্যাম গেল পড়ে। তারপর সে আর কোনো কথা বলছে না। বোকা লোকটা এখন কী করবে?

অলংকরণ: সামির

তার কাছে ছিল মোবাইল ফোন। সে তাড়াতাড়ি ফোন করল উদ্ধারকারী মিশন অফিসে। বললো, ‘হ্যালো, শ্যাম মারা গেছে। এখন আমি কী করবো?’ অপর প্রান্ত থেকে অপারেটর গম্ভীর কণ্ঠে বললো, ‘আপনি শান্ত হোন। অধৈর্য হবেন না। ভেঙে পড়বেন না। মাথা ঠাণ্ডা রাখুন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। তার আগে আমাদের নিশ্চিত হতে হবে, সত্যি শ্যাম মারা গেছে কিনা! যদি মারা যায়, তাহলে আমি আপনাকে পরের স্টেপ বলছি...।’

লোকটা বললো, ‘ঠিক আছে, ওটা আমি নিশ্চিত করছি।’ এরপর একটা গুলির শব্দ শোনা গেল। এরপর সে বললো ফোনে, ‘হ্যাঁ, এখন আমি নিশ্চিত যে শ্যাম মারা গেছে। এবার বলুন, এর পরের স্টেপে কী করতে হবে?'

৩১৬৯ পঠিত ... ০৯:২৬, জুন ১০, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top