অনেকদিন পর দুই জুয়াড়ি বন্ধুর দেখা হওয়ার পর তারা যেমন বাজি ধরল

৩৫৯০ পঠিত ... ২১:৩০, জানুয়ারি ০৬, ২০১৯

অনেকদিন পর দুই জুয়াড়ি বন্ধুর দেখা-

অলংকরণ: মনন খান

—আরে তোকে এখানে দেখে ভালো লাগল।
—আমি যে এখানে নেই বাজি লাগবি?
—বেশ বাজি কত?
—এক হাজার...।
—ওকে বাজি। প্রমাণ কর তুই এখানে নাই।
—আমি কি এই মুহূর্তে চিটাগাংয়ে আছি?
—না।
—খুলনায় আছি?
—না।
—তা হলে অন্য কোথাও আছি তাই না?
—হ্যাঁ।
—অন্য কোথাও যখন আছি তার মানে এখানে নেই, তাই না?
—হ্যাঁ।
—এই তো তুই স্বীকার করলি আমি এখানে নেই। দে এক হাজার টাকা।
—তুই এখানে নেই তো আমি তোকে এখানে টাকা দিব কিভাবে? যাই, এখানে ফিরে এসে টাকা নিয়ে যাইস...

৩৫৯০ পঠিত ... ২১:৩০, জানুয়ারি ০৬, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top