সাতাশি বছরের বৃদ্ধও যে উপায়ে সন্তানের বাবা হতে পারেন

২৩১০ পঠিত ... ০৫:১১, জুন ০৪, ২০১৮

সাতাশি বছরের এক বৃদ্ধ বিয়ে করলেন সতের বছরের এক তরুণীকে। বৃদ্ধ বউকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। পরামর্শ চাইলেন, কীভাবে তাদের সন্তান হবে।

ডাক্তার তাকে একটি গল্প শোনালেন।

এক শিকারি একদিন বনে গেল বাঘ শিকার বরতে। বনে গিয়ে সে দেখল বন্দুকের বদলে ভুল করে ছাতা নিয়ে এসেছে। হঠাৎ একটা বাঘ এল সামনে। ছাতা দিয়েই সে গুলি করল। গুলি খেয়ে বাঘটা সঙ্গে সঙ্গে মারা গেলো।

বৃদ্ধ বললো, অসম্ভব, এ হতেই পারে না।

: হা হলে কী হতে পারে?

: হয়তো অন্য কেউ বাঘটিকে গুলি করেছিল।

: আপনি ঠিক ধরেছেন।

২৩১০ পঠিত ... ০৫:১১, জুন ০৪, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top