ছোটবেলায় হিমুর বেখেয়ালি প্রেম, 'তুমি নীল শাড়ি পরে অপেক্ষা করো, এক্ষুনি দেখা করতে আসছি' বলে কয়েক মাসের জন্যে ডুব দেওয়া, এরপর রুপাকে 'ভালোবাসার মানুষের খুব কাছে যেতে নেই' মতন কথা বলা দেখে মনে হতো আসল প্রেম বুঝি এমনই হয়। প্রেমিকের পাত্তা না পেয়ে তার জন্যে দিনের পর দিন চোখের পানি ফেলা, তার জন্যে অপেক্ষা করতে করতে দিবস-রজনী কাটিয়ে দেওয়াকেই মনে হতো মায়া। এরপরও 'হিমুরা এমনই' বলে তাকে মহাপুরুষ বানিয়ে রাখাটাকে মনে হতো, আহা! এটাই যে আসল ভালোবাসা!
কিন্তু GenZ'র সঙ্গে বড় হয়ে বুঝতে পারলাম, আদতে হিমু আর রুপার মধ্যে বছরের পর বছর ধরে ছিল 'সিচুয়েশনশিপ'! কিন্তু সে আবার কী! এক কথায় সিচুয়েশনশিপ মানে হলো 'প্রেম প্রেম ভাব কিন্তু লেবেলের অভাব!' অর্থাৎ প্রেমিক-প্রেমিকার মতোই কথা বলছেন, ঘুরছেন, একসঙ্গে থাকছেন, কিন্তু নিজেদের বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বলতে নারাজ। কোনো লেবেল বা তকমা দেওয়া যাবে না। এমন রিলেশনশিপে নেই কোনো কমিটমেন্ট। এর থেকে খুব সহজেই বোঝা যায়, হিমুর আছে Commitment Issues। শুধু তাই নয়, হিমুর বাবার পাগলামির কথা জেনে থাকলে এবং রুপার সঙ্গে হিমুর কমিউনিকেশন গ্যাপ দেখলে খুব সহজেই বোঝা যায় হিমুর আছে Daddy issues ও Communication proble। রুপার প্রতি তার বেখেয়ালি আচরণও কিন্তু প্রমাণ করে হিমু এক Emotionally unavailable self proclaimed cool dude!
এক কথায় ড্যাডি ইস্যুজ, কমিটমেন্ট ইস্যুজ ও কমিউনিকেট না করতে পারা ইমোশনালি আনএভেইলেভেল হিমু হলো রেড ফ্ল্যাগের ডায়মন্ড প্যাকেজ! কিন্তু এমন রেড ফ্ল্যাগের জন্যে কেন রুপার এত আকর্ষণ?
কারণ আকাশে রেড ফ্ল্যাগ উড়িয়ে বসে থাকলেও 'প্রেমের সানগ্লাস' দিয়ে দেখলে রেড ফ্ল্যাগকে ভালোবাসার রং বলেই মনে হয়। কিছুটা হিউম্যান সাইকোলজি জানা থাকলেই বুঝবেন, মানুষ জাতি বেখেয়ালি, বাজে ব্যবহার পাওয়া মানুষগুলো থেকেই ভ্যালিডেশন খুঁজে বেড়ায়। ঠিক যেমন হিমু তার বাবার কথা মতো 'মহাপুরুষ' হতে, বাবাকে সন্তুষ্ট করতে হলুদ পাঞ্জাবি পরে, খালি পায়ে সারা রাত রাস্তায় ঘুরে বেড়ায়। তেমনি কোনো একদিন হিমুও বুঝি রুপাকে বুঝবে, এমন ভেবে হিমুর দিকে চেয়ে থাকে রুপা।
তাই বলে রুপা যে ফেলনা তা কিন্তু নয়! খুবই ব্যক্তিত্ব সচেতন, শক্ত মনের নারী সে। যদিও রুপা জানে হিমুর অমন 'মহাপুরুষ' সাজার বাহানা জাগতিক দায়িত্ববোধকে এড়ানোর এক হাতিয়ার, তবুও দেখুন, শেষমেশ হিমুর মতো রেড ফ্ল্যাগের কাছে গিয়ে আটকে যায় সে। এর কারণ হয়তোবা রুপার মধ্যে থাকা ইনসিকিউরিটিজ। কিংবা রুপার স্ট্যান্ডার্ড 'Bare minimum'-ও না। এদিক থেকে দেখলে রুপার মধ্যেও আছে রেড ফ্ল্যাগের অল্প-বিস্তর আভাস। নাহলে হিমুর হুটহাট ghosting সহ্য করেও কেন সে অমন টক্সিক প্রেমে আটকে আছে বলুন? অন্যের কাছে ভালোবাসা খোঁজার আগে যদি রুপারা নিজেদের ভালোবাসতো, তবে বোধহয় হিমুর মতো রেড ফ্ল্যাগের পেছনে এতটাও সময় দিতো না তারা...।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন