ইফতার সামনে নিয়েই থিওরি অফ রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেছিলাম; আলবার্ট আইনস্টাইন

৪৮৪ পঠিত ... ১৫:২৩, মার্চ ১২, ২০২৪

430024227_1386913888859494_9094224345568885992_n

আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সূত্র আমরা প্রায় সবাই জানি। কিন্তু, কখন, কেন, কী কারণে, কোন পরিস্থিতিতে এই সূত্র আবিষ্কার হয়েছিল সেই সত্য কেউই জানি না। আজকে আমাদের সামনে উঠে এসেছে এমনই এক সত্য। স্বয়ং আইনস্টাইন নিজে এক ভুয়া সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের জানিয়েছেন, ইফতার সামনে নিয়েই থিওরি অফ রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেছিলাম আমি।

প্র: আপনার যে সত্যটা সবার সামনে উঠে এসেছে এটা কি আসলেই সত্য?

আইনস্টাইন: আসলেই সত্য মানে! আলবাত সত্য! ১০০ তে ২০০ ভাগ সত্য! এতদিন কেউ আমার কাছে বিষয়টা জানতে চায়নি তাই আমিও জানাতে পারিনি। এখন জানতে চেয়েছি এজন্য বলে দিয়েছি, লুকানোর তো কিছু নাই।

প্র: আমাদের আপনার কাছে একটাই প্রশ্ন, ইফতার সামনে নিয়ে সূত্র আবিষ্কার কীভাবে সম্ভব?

আইনস্টাইন: আপনি কি রোজা?

প্র: জি, প্রথম রোজা কি মিস দেয়া যায়।

আইনস্টাইন: তাহলে মনে করেন আপনার সামনে নানানরকমের ইফতার সাজানো, আজানের অপেক্ষা করছেন, ক্যালেন্ডার অনুযায়ী আর ৭ মিনিট পর আজান দেবে। আপনি অপেক্ষা করছেন, ৫ মিনিট কেটে গেল। আপনি অপেক্ষা করছেন, ১০ মিনিট কেটে গেল। আপনি অপেক্ষা করছেন, ২০ মিনিট কেটে গেল। এবার ক্যালেন্ডারে দেখুন কতক্ষণ বাকি!

প্র: hold on, এখনও ৭ মিনিট বাকি!

আইনস্টাইন: ইয়েস! এই ৭ মিনিট কোনোভাবেই শেষ হতে চাইবে না। ৭ মাসেও না, ৭ বছরেও না এমনকি ৭০ বছরেও না। এই রিয়েলাইজেশন থেকেই আমি থিওরি অফ রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেছি।

প্র: আপনার কোনো তুলনা হয় না।

আইনস্টাইন: আমার তুলনা হয় না ঠিক আছে। তবে আমাকে পরবর্তীতে hold on বলবেন না, আমাকে অনুরোধ করবেন!

৪৮৪ পঠিত ... ১৫:২৩, মার্চ ১২, ২০২৪

আরও

 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top