যমুনায় ওয়াকার-ইউনূস হাতাহাতির পর যা হলো

৪৯৮ পঠিত ... ১৬:৫৯, অক্টোবর ০৯, ২০২৪

31 (11)

লেখা: সাদিকুর রহমান খান

কী হয়েছিল আসলে গতকাল রাতে?

বরং প্রশ্ন করতে পারেন, কী হয়নি গতকাল? গতকাল রাতে সেনাপ্রধান আর ডক্টর ইউনূসের মধ্যে হাতাহাতিও হয়েছে।

এ সময় সেনাপ্রধান বলেন, আরও বেশি কান্দালে, উড়াল দেব আকাশে। আর ডক্টর ইউনূস বলেন, আমি তো প্রেমে পড়িনি। প্রেম আমার ওপর এসে পড়েছে।

হাতাহাতির এক পর্যায়ে ডক্টর ইউনূস আর্মি চিফকে ছ্যাপ দিয়ে পালিয়ে যান। বয়স্ক মানুষ, মারামারি করে তো আর পারবেন না। এই রাগে সেনাপ্রধানও কাল থেকে ভাত খাননি। দুইজনের মুখ দেখাদেখি বন্ধ।

অবস্থা বেগতিক দেখে মাহফুজ, নাহিদ আর আসিফ মাহমুদ রাতেই দেশ ছেড়ে পালিয়ে যান। ওদিকে আপা এই সুযোগে চট করে সীমান্ত দিয়ে ভোরবেলা দেশে প্রবেশ করেছেন।

আপা ঢোকার সময়ই ঐ সীমান্ত দিয়ে ভারত পালাচ্ছিলেন তাপসী তাবাসসুম উর্মি। আপাকে দেখে তিনি পালানোর কথা চেপে গিয়ে হাউমাউ করে কানতে কানতে বলেন, আমরা ভালো নাই আপা, ওরা আমাদের জাতির পিতাকে ফ্যাক্টরি রিসেট মেরে দিয়েছে আপা…

আপা হাসতে হাসতে ফিসফিস করে বলেন, উর্মি, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব।

পররাষ্ট্র সচিব ভারত বা আমিরাতে কোথাও আপার কোন খোঁজ পাননি কেন জানেন? কারণ, আপা এখন দেশেই আছে। আজ সকাল ৮টা থেকে মূলত আপাই দেশ চালাচ্ছেন।

জামাতের আমির ডক্টর ইউনূস আর আর্মি চিফকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা আর্মির রাজনৈতিক অধিকার চাই।  

অন্যদিকে সকালেই মির্জা ফখরুল জেলে আত্মসমর্পণ করে বলেন, আওয়ামীলীগের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার অধিকার আছে। তবে তিনি দাবি করেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ঈদের পর কঠোর আন্দোলনে যাবে বিএনপি।

দুই মাসের ভারত সফর শেষে শেখ হাসিনা আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন। তবে জানা গেছে, আর সব সাংবাদিক ঢুকতে পারলেও সেই সংবাদ সম্মেলনে প্রভাষ আমিন আর ফারজানা রূপাকে কোনভাবেই ঢুকতে দেওয়া হবে না।

প্রথম আলো আর ডেইলি স্টার সংবাদ মাধ্যমের উপর এই নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, শেখ হাসিনার উচিত সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে কি এমন হতো?

৪৯৮ পঠিত ... ১৬:৫৯, অক্টোবর ০৯, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top