মেট্রোরেলের টিকিট দিয়ে যা যা করতে পারবেন

২১৮ পঠিত ... ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে

11 (21)

মেট্রোরেলে একক যাত্রার জন্য কিনতে হয় টিকেট। গন্তব্যের পৌঁছে স্টেশন ত্যাগ করার পূর্বে এই টিকিট জমা দিতে হয়। কিন্তু মেট্রোরেল উদ্বোধনের পর থেকে এই পর্যন্ত অনেক যাত্রী টিকেটটি জমা না দিয়ে সাথে করে নিয়ে গেছে। ১০০ বা ২০০ নয়, এভাবে গায়েব হয়ে গেছে প্রায় ২ লক্ষ টিকেট। টিকেটের অভাবে মেট্রোরেল কর্তৃপক্ষ পড়েছেন ঝামেলায়। যাত্রীদেরকে টিকেট ফেরত দিতে অনুরোধ করেছেন তারা।

অনেকে হয়তো ভাবছেন, এই টিকেট ফেরত না দিয়ে নিজেদের কাজে লাগাবেন। তাহলে জেনে নিন, কী কী করতে পারবেন এই মেট্রোরেলের টিকেট দিয়ে?

 

১# পিঠ চুলকানো

পিঠ চুলকানোর জন্য সাধারণ বিবাহিত মানুষ স্ত্রী বা স্বামীর ধারালো হাত ব্যবহার করে। অনেকে ফুটপাত থেকে কিনে নেন প্লাস্টিকের হাতল টাইপ চুলকানির এক যন্ত্র। তবে পিঠ চুলকানি সমস্যার সমাধান হয়ে আসতে পারে মেট্রোরেলের এই টিকেট। জিনিসটা যথেষ্ট শক্ত হওয়ায় চুলকে আরামও পাওয়া যাবে।

 

২# নখ পরিষ্কার করা

অনেকে সময়ের অভাবে সবসময় নখের ময়লা পরিস্কার করতে পারেন না। মেট্রোরেলের টিকেট এই ধরনের লোকের জন্য একটা দারুণ কাজের জিনিস হতে পারে। টিকেটের কোনা দিয়ে আরামসে নখ পরিষ্কার করা যাবে। তাছাড়া এই টিকেট দিয়ে নখ পরিষ্কার করলে সমাজের স্ট্যাটাস বাড়ার সম্ভাবনাও ব্যাপক।

 

৩# দাঁত খোঁচানো

মাংস খাওয়া যতটা না আরামের, দাঁতের ফাঁকে মাংস আটকে যাওয়া সমপরিমাণ ঝামেলার। মেট্রোরেলের টিকিট দিয়ে বেশ আরাম করে দাঁত খোঁচানো যায় বলে জানিয়েছেন অভিজ্ঞতাসম্পন্ন অনেকে। একজন জানিয়েছে, এই টিকেট দিয়ে খুঁচিয়ে বের করা মাংস আবার রান্নাও করা যায়।  

 

৪# চিনি সেবনে কাজে লাগবে

অনেকে চিনি সেবনের জন্য ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেভিড কার্ড ব্যবহার করেন। তারা আপাতত কিছুদিন মেট্রোর টিকেট ব্যবহার করে দেখতে পারেন। এতে চিনির স্বাদ ও পিনিক বাড়বে।

 

৫# এটিএম বুথ থেকে টাকা তোলা

মেট্রোরেলের টিকেট দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা যায় বলেও জানিয়েছেন অনেকে। এই পদ্ধতিতে টাকা তুলে অনেকের কোটিপতি হওয়ার খবরও সামনে আসছে। একবার চেষ্টা করে দেখতে পারেন। তবে টিকেট আটকে গিয়ে জেল-জরিমানা হলে আমরা কোনো দায় নিতে পারব না।

২১৮ পঠিত ... ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে

Top