পূজায় হিন্দু বন্ধুকে যেভাবে নাড়ু আনার কথা মনে করিয়ে দেবেন 

৪৩২ পঠিত ... ১৭:১৩, অক্টোবর ০৯, ২০২৪

20 (25)

দুর্গাপূজা চলছে। পূজার আনন্দের একটা অন্যতম অনুষঙ্গ হলো নাড়ু ও লাড্ডু। যার যার এলাকায় পূজার মণ্ডপে পূজার পাশাপাশি বাসায় বাসায় নাড়ু ও লাড্ডু দেয়া নেয়া হয়। এই নাড়ু ও লাড্ডু থেকে কেউই বাদ যায় না। ছুটিতে আপনার হিন্দু বন্ধু বাসায় যাচ্ছে। বাসা থেকে নাড়ু আনবে কিনা তার কোনো গ্যারান্টি যদি না পান, যেসব উপায়ে নাড়ু আনার কথা মনে করিয়ে দিতে পারেন:

 

১. নাড়ু না আনলে যে ব্রেকআপ হয়ে যায় সেটা জানিয়ে দিন 

গত পূজায় আপনার যে বন্ধুটা নাড়ু আনেনি বলে ব্রেকআপ হয়ে গিয়েছিলো, তার কথা মনে করিয়ে দিন। নাড়ু না আনলে এমনটা তারও হতে পারে, জানিয়ে দিন। না এনে আর যাবে কই? 



২. বন্ধুর সাথে সাংকেতিক ভাষায় কথা বলে মনের কথা জানান

বন্ধুকে মেসেঞ্জারে তামিল নাড়ুর ম্যাপ পাঠান। ম্যাপ পাঠিয়ে জায়গার নাম জিজ্ঞেস করলেই বুঝে যাবে আপনি কোন উদ্দেশ্য নিয়ে তাকে মেসেজ পাঠাচ্ছেন। মাত্র একটা ছবি দিয়েই আপনার কাজটা উদ্ধার করে ফেলতে পারবেন।

 

৩. নাড়ু আনার জন্য সিরিয়াস হুমকি দিন

বন্ধুকে নাড়ু আনার জন্য কড়া করে হুমকি দিন। পূজায় বাসা থেকে নাড়ু যদি না নিয়ে আসে তাহলে আপনি তার দুটা নাড়ু খেয়ে ফেলবেন, এমন হুমকি পেলে আপনার জন্য এক্সট্রা নাড়ু নিয়ে আসবে সে।

 

৪. নারুতো ও নারুদার প্রসঙ্গ টেনে আনুন

বন্ধুকে এই সময় কথায় কথায় জিজ্ঞেস করতে পারেন সে নারুতো দেখেছে কিনা কিংবা নারুদার বই পড়েছে কিনা। সে যদি পালটা বলে ফেলে ওটা নারুদা নয়, বরং নেরুদা, তখন আপনি নাড়ুর কথা বলে ফেলতে পারবেন।

 

৫. যে মেসেজ পাঠালে নাড়ু নিশ্চিত

‘রাতে কেরু, দিনে নাড়ু’ এই ম্যাসেজটা বন্ধুকে ১০০ বার পাঠালে নাড়ু আনার সম্ভাবনা ১০০ গুন বেড়ে যায় বলে জানা গেছে।  আপনি এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন।

 

৬. নাড়ুর উপমা দিয়ে প্রশংসা করে করুন সময় পেলেই

বন্ধুর চোখকে নাড়ুর উপমা দিন। দোস্ত, তোর দুই চোখ যেন নাড়ুর মত সুন্দর। তোর হাতের ছোঁয়ায় যেন নাড়ুর মতো মিষ্টি একটা ব্যাপার আছে। বন্ধু বুঝে যাবে আপনি কী চাচ্ছেন।

 

৭. নাড়ু নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তাকে হিন্ট দিন

বন্ধুকে নাড়ুর ব্যুৎপত্তিগত অর্থ কিংবা ফ্রেঞ্চ ভাষায় নাড়ুর অর্থ জিজ্ঞেস করে দেখতে পারেন। প্রায়ই নাড়ু নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে আপনাকে মুখ ফেটে নাড়ু আনতে বলতে হবে না।

 

৮. আইডির নাম করে ‘নাড়ু দে’ রাখতে পারেন

নিজের ফেসবুক আইডির নাম চেঞ্জ করে ‘নাড়ু দে’ করে দিন। এরপর আপনার হিন্দু বন্ধুদের ঘন ঘন টেক্সট দিয়ে খোঁজ খবর নিন। বিভিন্ন রিল পাঠিয়ে তাদের ইনবক্স গরম করে দিন।

 

৯. লাস্ট অস্ত্র

বন্ধুকে বলুন আপনার বিরাট কোনো এক রোগ হয়েছে। পূজার নাড়ু খাওয়া ছাড়া এই রোগ থেকে মুক্তির কোনো পথ নেই।

 

৪৩২ পঠিত ... ১৭:১৩, অক্টোবর ০৯, ২০২৪

Top