দেনাদারদের ধরতে স্পেস-এক্স স্টারশিপ লঞ্চ সিস্টেমকে দেশে আনতে চায় বাংলাদেশি পাওনাদাররা

৫৭ পঠিত ... ১৬:২৪, অক্টোবর ১৪, ২০২৪

29 (19)

বাংলাদেশে কাউকে টাকা ধার দিলে পরে টাকা ফেরত পাবার জন্য তাকে ধরতে পারাটা অসম্ভবই বলা চলে। এতদিন এই সমস্যার কোন সমাধান না পেলেও এবার এর অভিনব সমাধান পেয়েছেন দেশের দেনাদার সমাজ। দেনাদারদের ধরে ফেলতে স্পেস-এক্স স্টারশিপ লঞ্চ সিস্টেমকে দেশে চেয়েছেন তারা। দেনাদার ভাইদের দাবি রকেট নটীর পোলাদের ধরে ফেলতে বিশেষ পারদর্শী এই শাহীন প্রজাতির সিস্টেম দেশে থাকলে তাদের টাকা নিয়ে পাওনাদাররা আর লুকিয়ে থাকতে পারবে না।

এক দেনাদার ভাই আমাদের বলেন, এলন মাস্ক ভাইয়ের প্রতি আমাদের আবেদন থাকবে তার লঞ্চ সিস্টেমের একটা কপি আমাদের দেশে যাতে পাঠানো হয়। এই প্রযুক্তি দেশে আসলে শুধু পাওনাদার কেন লুকিয়ে থাকা ফ্যাসিবাদী নেতাদেরও ধরে ফেলা সম্ভব হবে আমার বিশ্বাস।

বিষয়টি জানার পর প্রথমে কোন মন্তব্য না করলেও পরে নিজের ফেক অ্যাকাউন্ট থেকে লঞ্চ সিস্টেমের একটা ছবি আপলোড মাস্ক টুইটে লেখেন, আইতাছি আইতাছি, আমি ৫ মিনিটের মধ্যে আইতাছি।

অন্যদিকে বিষয়টির প্রতিবাদ জানিয়ে শাহবাগে এক বিরাট অনলাইন সমাবেশ করেছে দেশীয় পাওনাদার সমাজ। টাকা মেরে দেওয়া বিষয়টিকে বাঙালির হাজার বছরের ঐতিহ্য হিসেবে দাবি করে তারা জানান, পশ্চিমা কোন ঐতিহ্যবিরোধী প্রযুক্তিকে বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না। আর প্রযুক্তি যদি ব্যবহার করতেই হয় তবে বেগমপাড়ায় যেখানে হাজার কোটি মেরে দেওয়া মানুষরা বসে আছেন সেখানে আগে ব্যবহার করতে হবে।

৫৭ পঠিত ... ১৬:২৪, অক্টোবর ১৪, ২০২৪

Top