আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে এইচএসসির ফলাফল। অর্ধেক পরীক্ষা এবং এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে রেজাল্ট হলে পড়েও মোটামুটি ডরে আমার শরীর কাঁপতেছে মুডে রয়েছে এবারের এইচএসসি ফলপ্রত্যাশীরা। স্বাভাবিকভাবে যেটি হয় সেটিই হয়েছে, এসময় বেশিরভাগ মানুষই ভয়ে উপাসনালয়গুলোতে ভিড় জমায় কিংবা প্রার্থনায় বেশি সময় কাটায়। তেমনই একজন মহাখালীর মজিদ। তিনি গত তিনদিন ধরে জায়নামাজ ছেড়ে উঠছেন না বলে জানিয়েছেন আমাদের মহাখালীর সংবাদদাতা। হাফ অটোপাশ হলেও মজিদের ধারণা তিনি গত তিনবারের মতো এবারও ফেল করতে পারেন, এমনকি মজিদের নিজের প্রতি কনফিডেন্স এত বেশি যে তিনি ফুল অটোপাশ হলেও ফেলের আশংকায় থাকতেন।
মজিদের সাথে সরাসরি কথা বলা না গেলেও মজিদের বাল্যবন্ধু রবার্ট সুকান্ত যিনি নিজেও ৭ বারের চেষ্টায় এইচএসসি পাশ করেছেন, তিনি আমাদের বলেন, আমিও একসময় এমন ভয়ে ভয়ে দিনানিপাত করেছি, সারাদিন মন্দিরে সময় কাটাতাম। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা ছিলো যেন এবারের মতো পাশ করিয়ে দেন। অবশেষে ৭ম বারের সময় প্রার্থনার পাশাপাশি সরাসরি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়াতে আমি এইচএসসির বৈতরণী পার হতে পেরেছিলাম। আশা করছি মজিদও এবার পার হয়ে যাবে। ধর্ম যার যার কিন্তু এইচএসসিতে ভালো রেজাল্ট হোক সবার।