সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ৫টি টিপস

৩৫৫ পঠিত ... ১৬:০৮, অক্টোবর ০৭, ২০২৪

13

ভ্রমণ পিপাসু মানুষের জন্য টিকে আছে পৃথিবীর বহু দেশ, বহু শহর। ভ্রমণের জন্য নির্ধারিত কোনো বয়স নেই। অভিজাত মানুষের জন্য সংযুক্ত আরব আমিরাত এক স্বর্গীয় দেশ। কী করবেন দুবাই যাবার আগে? প্রিয় পাঠকের জন্য রইল জরুরি ৫টি টিপস…

১#

দুবাইয়ের ৪০° তাপমাত্রায় নিজেকে রক্ষা করতে আপনার দরকার হবে ভালো সানস্ক্রিন এবং সানগ্লাস। চেষ্টা করবেন হালকা পাতলা কাপড় নেবার। শাড়ির ক্ষেত্রে সুতি শাড়ি বেশ আরামদায়ক হবে।

২#

'ইনশাআল্লাহ' বলা প্র‍্যাকটিস করুন। বাক্যের শুরু, শেষ কিংবা মাঝে ইনশাআল্লাহ বলুন। এতে ট্যুরিস্ট এবং মানুষ—দুটো হিসেবেই আপনার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বাড়বে। উদাহরণ— ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আবার ইনশাআল্লাহ ক্ষমতায় আসব ইনশাআল্লাহ।

৩#

আপনার বয়স যদি ৭৫-৮০ এর ভেতর হয়, উটের পিঠে চড়ার আগে প্যারাসিটামল কিংবা স্ট্রং পেইন কিলার খেয়ে নেবেন। এই বয়সে একবার বিছানায় পড়ে গেলে ওঠা কঠিন হবে।

৪#

আবুধাবির গোল্ড সুকে (সোনার বাজার) দামাদামি করতে একদম লজ্জা পাবেন না।

নিজের উপর কনফিডেন্স রাখুন। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শেখদের দেশে গিয়ে দামাদামি করে সোনা কেনেন। তবে সেখানে গিয়ে উত্তেজনাবশত নিজের 'শেখ' পরিচয় না দেওয়াই উত্তম। এতে হিতে বিপরীত হতে পারে।

৫#

সংযুক্ত আরব আমিরাতের সুপরিচিত খাবারের দিকে নজর দিন। শর্মা, ফালাফেল, হুমাস, মাচবুস, কাবসা, কুনাফা ইত্যাদি বানানো শিখুন। তবে এদের আসল উপকরণের পরিবর্তে মিষ্টি কুমড়া, পটল, লাউ ইত্যাদি দেশীয় সবজি ব্যবহার করা যায় কি না তা নিয়ে গবেষণা করুন এবং দেশবাসীকে জানিয়ে তাদের মিতব্যয়ী করতে সাহায্য করুন।

৩৫৫ পঠিত ... ১৬:০৮, অক্টোবর ০৭, ২০২৪

Top