যেভাবে বেশি টাকা দিয়ে বাজার করেও মনে মনে সন্তুষ্ট থাকবেন

১৪০ পঠিত ... ১৬:৪৬, অক্টোবর ০৯, ২০২৪

27 (2) (1)

বাজারে গেলেই অনেকে হয়ে পড়েন অসন্তুষ্ট। সব সবজির দামই নাকি কেজিতে একশ টাকার বেশি। কিন্তু তাতে কী আসে যায়? মাছ-মাংস-সবজির দাম যা ইচ্ছা বাড়ুক, আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি সন্তুষ্ট থাকার হাজারো উপায় ও কারণ। বিফলে, মূল্য ফেরত! 

 

১। শেখ হাসিনা ১৬ কোটি মানুষকে খাবার খাওয়াতেন। তিনি চলে গেলেন ২ মাসের ওপর, তারপরও আপনি খেতে পারছেন। আর কী নিয়ে অভিযোগ করতে চান? 

 

২। আপনি শুধু টাকার কথাই ভাবছেন, সবজির সিন্ডিকেটকে সবজি বাজারে সার্কুলেট করতে কতটা কষ্ট করতে হয় তা তো আপনি জানেন না। সত্যিই তাদের কষ্টের দিকে তাকালে আপনি আরও দশ টাকা বেশি দিয়ে বাজার করতেন।

 

৩। প্রচণ্ড গরমে ডিম ফুটে বাচ্চা বের না হয়ে আস্ত ডিম পাচ্ছেন, তাও ১৫ টাকা দিতে চান না? আর কবে দেবেন, নাদের আলী? 

 

৪। এখনকার মুরগির বাচ্চা গুলোকে কোকো-মেলোন না দেখালে খেতেই চায় না। এত এত বাচ্চাকে বড় করতে যে খাবার খাওয়াতে যে কষ্ট করতে হয় তা মূল্য দিয়ে শোধ করা যাবে না। এটা নিয়ে ভাবতে বসলে ২০০ টাকা দিয়ে এক কেজি মুরগি কিনতে কার্পণ্য করবেন না। 

 

৫। বাজারে দাউ দাউ করে জ্বলছে আগুন? এই আগুন জ্বালানোর জন্য কত লিটার কেরোসিন, পেট্রোল খরচ হয়েছে একবারও কি সেটা ভেবে দেখেছেন? শুধু নিজের বাজার খরচের চেষ্টা!

 

৬। এত দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছিলো, এখন আবার ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ গুলো তো বাংলাদেশই চালায়। টাকা কোত্থেকে পায় জানেন? জানলে তো ২৪০ টাকা দিয়ে টমেটো কেনার সময় হা-হুতাশ করতেন না।

 

৭।  আপনি পেঁয়াজ কিনতে না পেরে কাঁদছেন। অনেকে পেঁয়াজ কিনে ছিলতে গিয়ে কাঁদছে। ইউ বোথা আর ইন সেম বোট ব্রাদার/সিস্টার!

 

৮। আপনারা হয়ত জানেন না, সবজির ট্রাক প্রতি এক বিশেষ সম্মানি দিলেই ট্রাক রাস্তা দিয়ে চলতে পারে। এই যে সম্মান করে পকেটে কিছু নোট ঢুকিয়ে দিতে হয় তার জন্য আপনি সকালে বাজারে গিয়েই টসটসে সব সবজি খেতে পারছেন। আপনার তো তাদের ধন্যবাদ জানানো উচিত খেতে বসে।

 

৯। অর্থনীতিতে একটা কথা প্রচলিত আছে, বাজার নিয়ন্ত্রিত হয় অদৃশ্য এক হাতের প্রভাবে। সেই হাতের কথা ভুলে গেলে আপনি বোকা বনে যাবেন। নিজেকে চালাক ভেবে বেশি টাকা দিয়ে বাজার কিনে আপনি সন্তুষ্ট না হয়ে পারেনই না।

 

১০। সিক্স স্টার হোটেলে কয়েক চামচ ভাত, কয়েকটি মটরশুঁটি, একটু টমেটো সস, এক টুকরা মুরগির মাংসের দাম কয়েক হাজার টাকা। আর আপনি এই টাকায় কয়েক কেজি করে সবজি, মাছ, মুরগি কিনতে পারছেন। তারপরও আপনি নাখোশ?

১৪০ পঠিত ... ১৬:৪৬, অক্টোবর ০৯, ২০২৪

Top