এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ; কাঁচাবাজারে উপচে পড়া ভিড়

৯২ পঠিত ... ১৬:২১, অক্টোবর ১৫, ২০২৪

21 (23)

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ফল প্রকাশের সাথে সাথেই দেশের সকল কাঁচাবাজারে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। লং মার্চ টু কাঁচাবাজার সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আজ সকালবেলা সরাসরি কাঁচাবাজার থেকে এমন তথ্য দিয়েছেন আমাদের ফাঁকিবাজ প্রতিবেদক।

সেখানে উপস্থিত প্রতিবেদক অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করেন। কারওয়ান বাজার থেকে এক অভিভাবক আমাদের জানান, আমার ছেলে জিপিএ-৫ পেয়েছে। আমরা খুবই খুশি। ছেলেকে এবার একটা বাইক কিনে দেব, কিন্তু ছেলেকে খুশি করার আগে এই খুশি সবার মধ্যে ভাগাভাগি করে নিতে হবে না? এজন্যই কাঁচাবাজারে এসেছি। ১০ কেজি কাঁচামরিচ আর ৫ ডজন ডিম কিনে নিলাম। বাসায় আত্মীয়-স্বজন আসবে, প্রতিবেশিদের দেব, সবাই মিলে একসাথে খাব।

এমন খুশির সংবাদে মিষ্টি না কিনে কাঁচামরিচ কেন কিনছেন জানতে চাইলে অভিভাবকটি রেগে-মেগে বললেন, আপনি কি আমাকে গরিব ভাবছেন নাকি মিয়া! হ্যাঁ, একটু গরিব আমি হতেই পারি কিন্তু ছেলের এমন সাফল্যে তো পকেটের দিকে তাকালে হবে না। মিষ্টি তো প্রতিদিনই খাই, কাঁচামরিচ কী আর প্রতিদিন খেতে পারি!

ফল প্রকাশের ১০ মিনিটের মাথায় ফাঁকা হয়ে যায় রায়েরবাজার। কোথাও কোনো সবজি, ডিম চোখে পড়ে না। ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, আমরা তো বুঝি নাই আজকে এই অবস্থা হবে। বুঝলে লট আরও বাড়ায়ে নিয়ে আসতাম। এখনও সারাদিন পড়ে আছে, ভাবতেছি রিকশায় ইনভেস্ট করব করে বিকাল থেকে রিকশা বিক্রি করব। তবে, রিকশার বিজনেসে তাদের ফার্স্ট প্রায়োরিটি অটো রিকশা থাকবে বলেই জানিয়েছেন।

৯২ পঠিত ... ১৬:২১, অক্টোবর ১৫, ২০২৪

Top