শিবিরে যোগদানের লক্ষ্যে গ্রুপ স্টাডি অবস্থায় গ্রেফতার ২০ ছাত্রলীগ নেতা 

২৬৭ পঠিত ... ১৬:৫২, অক্টোবর ০৯, ২০২৪

16 (17)

সকাল থেকেই হুট করে ছড়িয়ে পড়েছিল নিউজ। ঢাকার অদূরে আশুলিয়ার এক বাড়ি ঘিরে ফেলেছে জঙ্গি পুলিশ। সম্পূর্ণ অবিশ্বস্ত এক সূত্রে খবরটা শুনে আমরাও ছুটে গিয়েছিলাম কী হয়েছে জানতে। তবে কি ধরা পড়ল কুখ্যাত কোনো জঙ্গী? নাকি নামকরা কোনো ডাকাত?

কিন্তু পুলিশ শেষ পর্যন্ত যা পেল, তাতে তারা সম্পূর্ণ হতভম্ব। বিশ-পঁচিশজনের মতো তরুণ টেবিলে গোল হয়ে বসে গ্রুপ স্টাডি করছে! আশেপাশে ফেলিয়ে-ছড়িয়ে রাখা কিছু হেলমেট, স্ট্যাম্প, রাম দা। এসময় পড়তে থাকা বইয়ের পাশে দুই একটা রগ কাটার ক্ষুরেও ঝিলিক দিতে দেখা যায়। 

পুলিশ সবাইকে হাত কড়া পড়িয়ে তাদের জমায়েতের উদ্দেশ্য জানতে চাইলে তারা জানান, আওয়ামীলীগ ফেইল মারার কারণে তাদের আর আওয়ামীলীগের রাজনীতি করার ইচ্ছে নেই। তারা একসাথে বসে গবেষণা করছিলেন কীভাবে জামাতের ভেতরে ঢুকে যাওয়া যায়। এদেরই একজন জানালো, এখন ভাই লীগে আর মধু নাই। জামাতে ঢুকলে মধু, গুড়, চিড়া সবই আছে। তাই একটু আরকি…

তাদেরকে আশেপাশে থাকা হেলমেট, হকিস্টিক, রামদা সম্পর্কে জিজ্ঞেস করা হলে মুখে চিকন হাসি দেখা যায়। পুলিশের সদস্যরা এই হাসির পেছনের কারণ জানতে চাইলে তারা হেসে হেসে বলে, বোঝেন নাই ব্যাপারটা? লীগে থাকতে খেলাধূলা করার জন্য এইসব রাখতাম। আমরা ধীরে ধীরে এসব দিয়ে খেলা ছেড়ে দিচ্ছি। 

তবে ক্ষুর নিয়ে প্রশ্ন করা হলে কেউ কোনো জবাব দেননি। তারা শুধু বলেছেন ক্ষুর দিয়েও খেলাধুলা করা যায়। যে খেলতে জানে সে সব কিছু নিয়েই খেলতে পারে। খেলাধুলা করার যেমন কোনো বয়স নেই, তেমনি করে খেলার সামগ্রী নিয়ে কোনো রকম ডেস্ক্রিমিনেশন করতে হয় না। আমরা যুবক মানুষ। আমরা খেলাধুলা না করলে দেশের উন্নতি তো আর এমনি এমনি হবে না।

 

২৬৭ পঠিত ... ১৬:৫২, অক্টোবর ০৯, ২০২৪

Top