একদিন উত্তেজিত স্বরে ছেলে তার বাবাকে বললো, 'বাবা, আমি একটা মেয়েটার প্রেমে পড়েছি। ওর সঙ্গে ডেটে যেতে চাই।'
: এ তো দারুণ খবর! মেয়েটা কে?
: আমাদের প্রতিবেশী নিজাম আঙ্কেলের মেয়ে মিলি!
: হায় হায়! একটা গোপন কথা তোমাকে বলতে চাই কিন্তু খবরদার তোমার মাকে জানাবে না। মিলি আসলে তোমার বোন।
ছেলেটার খুবই মন খারাপ হলো। কিন্তু দুই মাস পরে আবার সে বললো-
: বাবা, আমি অন্য একজনের প্রেমে পড়েছি। সে আরও বেশি সুন্দর!
: বাহ! খুব ভালো খবর! কিন্তু মেয়েটা কে?
: আমাদের পাড়ার জাহিদ আঙ্কেলের মেয়ে যুথি।
: ও নো! আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু যুথিও তোমার বোন!
এরকম আরও কয়েক বার ঘটলো। শেষ পর্যন্ত ছেলে এত রেগে গেলো যে সে কাঁদতে কাঁদতে সোজা মায়ের কাছ চলে গিয়ে বললো, 'মা, বাবার উপর আমার খুব রাগ হচ্ছে। আমি ছয়টা মেয়ের প্রেমে পড়েছি কিন্তু তাদের একজনের সঙ্গেও ডেট করতে পারি না। কারণ তাদের প্রত্যেকেই আমার বোন।'
মা কাছে ছেলেকে টেনে চোখ মুছিয়ে দিলো। স্নেহার্দ স্বরে বললো, 'এই ছয়জনের মধ্যে যাকে খুশি তার সঙ্গে তুমি প্রেম করতে পারো। উনি তোমার বাবা না।'
একদিন উত্তেজিত স্বরে ছেলে তার বাবাকে বললো, 'বাবা, আমি একটা মেয়েটার প্রেমে পড়েছি। ওর সঙ্গে ডেটে যেতে চাই।'
: এ তো দারুণ খবর! মেয়েটা কে?
: আমাদের প্রতিবেশী নিজাম আঙ্কেলের মেয়ে মিলি!
: হায় হায়! একটা গোপন কথা তোমাকে বলতে চাই কিন্তু খবরদার তোমার মাকে জানাবে না। মিলি আসলে তোমার বোন।
ছেলেটার খুবই মন খারাপ হলো। কিন্তু দুই মাস পরে আবার সে বললো, 'বাবা, আমি অন্য একজনের প্রেমে পড়েছি। সে আরও বেশি সুন্দর!'
: বাহ! খুব ভালো খবর! কিন্তু মেয়েটা কে?
: আমাদের পাড়ার জাহিদ আঙ্কেলের মেয়ে যুথি।
: ও নো! আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু যুথিও তোমার বোন!
এরকম আরও কয়েক বার ঘটলো। শেষ পর্যন্ত ছেলে এত রেগে গেলো যে সে কাঁদতে কাঁদতে সোজা মায়ের কাছ চলে গিয়ে বললো, 'মা, বাবার উপর আমার খুব রাগ হচ্ছে। আমি ছয়টা মেয়ের প্রেমে পড়েছি কিন্তু তাদের একজনের সঙ্গেও ডেট করতে পারি না। কারণ তাদের প্রত্যেকেই আমার বোন।'
মা কাছে ছেলেকে টেনে চোখ মুছিয়ে দিলো। স্নেহার্দ স্বরে বললো, 'এই ছয়জনের মধ্যে যাকে খুশি তার সঙ্গে তুমি প্রেম করতে পারো। উনি তোমার বাবা না।'
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন