গরুর চেয়েও যে প্রাণী বেশি উপকারী

১৭৭৭ পঠিত ... ১৮:২৩, জুন ০৮, ২০১৮

গরুর রচনা লেখবার আগে শিক্ষক অনেকগুলো পয়েন্ট বললেন। সবাই তা বুঝতে পেরেছে কিনা সেটা বোঝার জন্য তিনি একটা ছেলেকে জিজ্ঞেস করলেন— আচ্ছা, তোমার পায়ে কী?

ছাত্র : জুতো, স্যার।
স্যার : জুতো কী থেকে তৈরি হয়?
ছাত্র : চামড়া থেকে।
স্যার : চামড়া কোথায় পাওয়া যায়?
ছাত্র : গরুর গা থেকে।
খুশি হয়ে উঠলেন স্যার ছাত্রের জবাবে এবং প্রশ্ন করলেন— আচ্ছা, এখন বল দেখি, কোন সে জীব, যে তোমার পায়ের জুতো জোগায়, আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে?
ছাত্রের জবাব : আমার বাবা, স্যার!

১৭৭৭ পঠিত ... ১৮:২৩, জুন ০৮, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top