ছেলেটা যে কারণে ভার্সিটির সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো

২০৪৯ পঠিত ... ২৩:৫১, এপ্রিল ২৯, ২০১৮

একটা কলেজ পড়ুয়া ছেলে অনেকক্ষণ ভার্সিটির সিড়ির কাছে দাঁড়িয়ে ছিল।

হালকা এদিক ওদিক পায়চারি করে সে কী যেন ভেবে হুট করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও পায়চারি করা শুরু করলো।

ভার্সিটির এক শিক্ষক ছেলেটাকে এতক্ষণ ধরে দেখছিলেন। এবার ডেকে কথা বলার চেষ্টা করলেন। জানা গেলো, সে এখানকার এক শিক্ষকের ছেলে।

-তোমার কী কোনো সমস্যা? বাথরুমে যাবা?
-না, ঠিক আছে।
-নিচে কোনো সমস্যা হচ্ছিলো?
-দাঁড়ায় থাকতে প্যাড়া লাগতেছিল! পায়ে ঝিঝি ধরে গেছিলো, আরো প্যাড়া লাগতেছিল!
-উপরে উঠে আসায় সেটা কী কমেছে?
-না। কিন্তু আব্বা বলছিলো ভার্সিটিতে উঠলে আর প্যাড়া নাই। এইজন্যই এভাবে দৌড় দিয়ে....

২০৪৯ পঠিত ... ২৩:৫১, এপ্রিল ২৯, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top