বর্তমান এই সময়ে নন্দিতা-নন্দিতা রবে সয়লাব চারিদিক। কিন্তু, কয়টা নন্দিতাকে চেনেন আপনি? eআরকি বরাবরের মতোই এসেছে আপনার পাশে দাঁড়াতে। চিনে নিন এইসব নন্দিতাদেরও!
১#
নন্দিতা রায়
বয়স: ৬৮
জন্ম: ৩ এপ্রিল ১৯৫৫
নন্দিতা রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার। তিনি নেটওয়ার্কের জন্য ১৯টি মূল ননফিকশন প্রোগ্রাম তৈরি করেছেন, যার মধ্যে প্রথম বাংলা নারী ম্যাগাজিন প্রোগ্রাম ‘শ্রীমতি’ রয়েছে।
২#
নন্দিতা দাস
বয়স: ৫৩
জন্ম: ৭ নভেম্বর ১৯৬৯
নন্দিতা দাস একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক। তিনি দশটি ভিন্ন ভাষায় ৪০টিরও বেশি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। নন্দিতা দাস প্রথম ভারতীয় যিনি শিল্পকলায় অবদানের জন্যে আন্তর্জাতিক নারী ফোরামের খ্যাতি অর্জন করেছেন।
৩#
নন্দিতা বাগচী
নন্দিতা বাগচী একজন বহুমুখী বাঙালি লেখক যিনি উপন্যাস, ছোট গল্প এবং ভ্রমণকাহিনী লেখেন। তিনি বিভিন্ন বাংলা সাময়িকীতে শতাধিক ছোটগল্প লিখেছেন যেগুলো তখন বই আকারে সংকলিত হয়েছিল।
৪#
সানজিদা মাহমুদ নন্দিতা
২০১৩ সালে ‘বাংলাদেশি আইডল’রিয়েলিটি শোতে নাম লেখায় নন্দিতা। সেরা ১০-এর সাত নম্বরে ছিল নন্দিতা। কোক স্টুডিও বাংলায় কবি কাজী নজরুল ইসলামের ‘বাগিচায় বুলবুলি তুই’ ফিউশন গানটিতে ঋতুরাজ বৈদ্যের সাথে কণ্ঠ দিয়েছেন।
৫#
নন্দিতা রায়
বাংলাদেশের সবচেয়ে আলোচিত নন্দিতা হলো নন্দিতা রায়। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের কোনো একটা পদে আছেন তিনি। কিন্তু সেটা ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেন না। উন্নয়ন বিষয়ক লেখক হিসেবে তিনি বেশ বিখ্যাত।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন