এখনই অন্ধ, কোরো না বন্ধ! পাম্প

৪৫৯ পঠিত ... ১৬:২৬, জুলাই ১৯, ২০২২

Ekhoni-ondho-korona-bondho-pump

লেভিট আর ডাবনার এর বই 'হোয়েন টু রব এ ব্যাংক' এ স্পষ্ট লেখা আছে সপ্তাহে একদিন পাম্প বন্ধ রাখা একটি সুস্পষ্ট বোকামি।

১. তাতে কেবল একদিন লোকে পেট্রল ডিজেল কিনবে না। কিন্তু তাতে গাড়ী চালানো বন্ধ রাখবে না। তাই হয় আগেরদিন বেশি তেল কিনবে অথবা পরের দিন বেশি তেল কিনবে। তেল আগের মতোই খরচ হবে। একদিন কেনা বেচা বন্ধ হবে এতটুকুই।

২. একদিন তেল না বেচলে তেলের চাহিদাও কমবে না। বরং পাম্প এর তেল এর ট‍্যাংকে তেল থাকায় একদিন রিফিল হবে না। ট‍্যাংক লরি বসে থাকবৈ। তাই যেদিন বেশি তেল কেনা হবে সেদিন অনেক পাম্পে তেল ফুরিয়ে যাবে। কারণ সেদিন চাহিদা দ্বিগুণ হবে। তাতে মানুষ আরও প‍্যানিকড হবে।

তেলের পাম্প একদিন বন্ধ রাখলে সবাই ট‍্যাংকে বেশি বেশি তেল নিতে অভ‍্যস্ত হবে। ফলে আগে যেখানে সাতদিনের তেল  কিনতো সবাই এখন একটা এক্সট্রা দিনের তেল কিনে রাখবে। তারমানে ৩০ দিনের নয় বরং মাসে একত্রিশ দিনের তেল কিনবে সবাই। এটাই স্বাভাবিক প্রবণতা। যেমন মদ বেচা বন্ধ থাকে একদিন কোলকাতায়। লোকে আগেরদিনই যা মদ খাবে সেটা কিনে রাখে।

লেভিট আর ডাবনার এতো জনপ্রিয় এ কারণেই। তারা সাধারণ লোকের জন‍্য লেখেন।

এই বই আমার মতো বোকাদের জন‍্য।

তেল বাঁচাতে চাইলে সপ্তাহে একদিন সব গাড়ী বন্ধ রাখতে হবে। তাতে দূষণ কমবে। ড্রাইভাররা ছুটি পাবে।

পারবে সেটা করতে?

৪৫৯ পঠিত ... ১৬:২৬, জুলাই ১৯, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top