জাপানের যত উদ্ভট আবিষ্কার

১০৬১ পঠিত ... ১৭:৫৭, ফেব্রুয়ারি ০১, ২০২২

Japaner-udvot-abishkar

অ্যানিমে সিরিজ বানানোর মাধ্যমে জাপান ইতোমধ্যেই সারাবিশ্বে বেশ জনপ্রিয়। তবে শুধু অ্যানিমে সিরিজই নয়, বিশ্ববাসীকে ‘তাক খাইয়ে’ দেওয়ার জন্য জাপানের ঝুলিতে রয়েছে আরো বেশ কিছু আজগুবি জিনিস। সেগুলোর কয়েকটা নিয়েই এই আর্টিকেল। 

 

বাথ-পিলো ও স্মার্টফোন হোল্ডার

1

গোসল করতে করতে ফোন চালানো বেশ ঝুঁকিপূর্ণ কাজ হলেও অনেকেই অহরহ এই কাজ করে থাকেন। তাদের জন্য জাপানি ‘চিন্তাবিদরা’ নিয়ে এসেছেন বিশেষ এক পিলো। মানুষের হাতের মত এই পিলোর একহাতের ওপর মাথা রেখে আপনি বাথটাবে শুয়ে দিব্যি ফোন দেখতে পারবেন। ফোন ধরে রাখার কাজটি করবে পিলোর অন্য হাত। 

 

আইড্রপ দেওয়ার সানগ্লাস

2

চোখে ড্রপ দেবার সময় সঠিক নিশানায় ড্রপ ফেলতে পারার মত বড় চ্যালেঞ্জ খুব কমই আছে। এই ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য জাপান উদ্ভাবন করেছে এক চশমা। চশমার দুই চোখের ওপর চোঙার মত নল লাগানো থাকে, যেই নল বরাবর ড্রপ ঢাললে তা একদম চোখের ভেতরেই পড়ে। ফলে নিশানা মিস হবার কোন চান্সই নেই। 

 

বার্গার সহযোগী টিস্যু

3

চিলক্সের বার্গার খেতে গিয়ে হাত-মুখ সসে মাখামাখি হয়ে যাওয়ার মত ঝামেলা এড়ানোর জন্য অনেকে টেক এওয়ে ছাড়া বার্গারই খেতে চাননা। তাদের জন্য উদ্ভাবিত হয়েছে বার্গার শিল্ড টিস্যু। এই টিস্যুর একপিঠে পরিষ্কার হাসিমুখের ছবি প্রিন্ট করা থাকে। তাই প্রিন্টের পেছন দিক দিয়ে বার্গার খেলে আপনার সসে ভরা মুখ আড়ালেই থেকে যাবে, বেইজ্জতি হবার ভয় থাকবে না।

 

ইউএসবি বালিশ

4

ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করতে করতে মাথা এলিয়ে পড়া একটা বড়সড় সমস্যা। এর সমাধান হিসেবে রয়েছে ইউএসবি বালিশ। হাতের তালুর আকৃতির এই বালিশ এইএসবি পোর্ট দিয়ে কম্পিউটারে কানেক্ট করে রাখলেই প্লাস্টিকের একটি হাত পরম যত্নে আগলে রাখবে আপনার ভারী মাথাটিকে। 

 

চিৎকারের কৌটা

5

রাগে গালিগালাজ করে দুনিয়া উদ্ধার করে দিতে চাইলেও পরিস্থিতির চাপে অনেক সময়ই রাগটা বেমালুম চেপে রাখতে হয়। এমন বদরাগী লোকেরা ব্যবহার করতে পারেন চিৎকার কৌটা। বদনা আকৃতির এই কৌটার খোলা প্রান্তে মুখ লাগিয়ে ইচ্ছেমতন গালিগালাজ করলেও কেউ সেই মধুর বাণী শুনতে পাবেনা। 

 

রিমোট কন্ট্রোল ন্যাকড়া

6

ন্যাকড়া ঠেলে ঠেলে ঘর মোছার মত বিরক্তিকর কাজটাকে সহজ করতে পারেন রিমোট কন্ট্রোল ন্যাকড়া ব্যবহার করার মাধ্যমে। আপনি নবাবের মত বিছানায় শুয়ে রিমোট টিপবেন, ন্যাকড়া নিজে থেকেই সারা ঘর ঘুরে ঘুরে মুছে দেওয়ার কাজ সেরে ফেলবে। 

 

সাইলেন্ট কারাওকে

7

অনেক সঙ্গীতানুরাগীই নিজেদের গলার স্বরের মাহাত্ম্য বোঝেন না। তাদের হেঁড়ে গলার সুরসাধনায় আশেপাশের মানুষের কান ঝালাপালা হলেও তাদের কোন ভ্রুক্ষেপই থাকেনা। এমন  মানুষদের জন্য জাপান আবিষ্কার করেছে সাইলেন্ট কারাওকে। টিভি বা কম্পিউটারে এই কারাওকে কানেক্ট করে মাইক ধরে যত জোরেই গান ধরুন না কেন, একটু টুঁ শব্দও বেরোবেনা স্পিকার থেকে। বরং সাথে দেওয়া হেডফোন লাগিয়ে নিয়ে গায়ক একাই শুনতে পাবেন নিজের শিল্পকর্ম। 

 

চলমান ফ্রিজ

8

শীতের লম্বা রাতে অনেকের মারাত্মক ক্ষুধা পেলেও কম্বলের নীচের ওম ছেড়ে উঠতে ইচ্ছা করেনা সচরাচর। এই সমস্যার যূগোপযোগী সমাধান হলো জাপানিজ চলমান ফ্রিজ। বিছানায় শুয়ে রিমোট টিপলেই খাবার ভর্তি ফ্রিজ এসে হাজির হবে আপনার হাতের সামনে। 

 

বাবল র‍্যাপার চাবির রিং

9

ইলেকট্রনিক্সের সাথে দেওয়া বাবল র‍্যাপার পটপট করে ফাটাতে ভালোবাসেনা এমন মানুষ পাওয়া অসম্ভব। স্ট্রেস কমাতেও বেশ সাহায্য করে বাবল র‍্যাপার। তাই জাপানিরা সাথে করে বাবল র‍্যাপার নিয়ে ঘোরার ঝামেলা এড়াতে হাজির করেছে বাবল র‍্যাপার দিয়ে বানানো চাবির রিং। এবার থেকে হাতের মুঠোয় বাবল র‍্যাপার নিয়ে হাঁটবেন আর যত্রতত্র পটপট শব্দ করবেন। 

 

মাথায় বাঁধার ছাতা

10

বৃষ্টির দিনে হাতভর্তি জিনিস নিয়ে ছাতা ধরে হাঁটা অত্যন্ত বিরক্তিকর কাজই বটে। তাই এবার থেকে মাথায় ছাতা পরে ঘুরতে পারেন হাতে ধরার বদলে। স্ট্র্যাপ দিয়ে ছাতাটার হ্যান্ডেল মাথার সাথে আটকে নিলেই ব্যস, খেল খতম!

 

ন্যাকড়া-জামা

11

বাংলাদেশি বাসাবাড়িতে পুরনো জামাকাপড় প্রায়ই ন্যাকড়া হিসবে ব্যবহার করা হলেও জাপানিরা এবার নতুন জামাকেই ন্যাকড়া বানিয়ে ফেলার সাহস করেছে। বাচ্চাদের জামার সাথে তারা জুড়ে দিয়েছে একরকমের ম্প। ফলে বাচ্চারা ওই জামা পরে হামাগুড়ি দিতে গেলেই ঘরের মেঝে আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। 

 

ক্লাসে ঘুমানোর পিলো

12

ক্লাসের শক্ত বেঞ্চে ঘুমাতে গিয়ে প্রায়ই ঘাড় ব্যথা হয়ে যাবার সমস্যায় ভোগেন জাপানিরাও। তাই তারা স্বপ্নে প্রদত্ত আইডিয়া থেকে আবিষ্কার করে ফেলেছেন বই আকৃতির বালিশ, যা বেঞ্চে রেখে ঘাড় ব্যথা ছাড়াই আরাম করে ঘুমানো যাবে ক্লাসের মধ্যে। হুট করে শিক্ষক চলে এলে দ্রুত পিলোটাকে বইয়ের মত ভাঁজ করে ব্যাগেও ভরে রাখতে পারবেন। 

 

দাঁড়িয়ে ঘুমানোর স্ট্যান্ড

13

আপনি কি বাসের চিপচিপে ভীড়ে দাঁড়িয়েও ঘুমানোর জায়গা খোঁজেন? তাহিলে আপনার জন্যই রয়েছে পোর্টেবল স্লিপিং স্ট্যান্ড। বাসে ট্রেনে এই স্ট্যান্ডের ওপর মাথা রেখে আরামে ঘুমিয়ে যেতে পারবেন। চাইলে বাস থেকে নেমে স্ট্যান্ডটা ভাঁজ করে ব্যাগেও ঢুকিয়ে রাখতে পারবেন।

 

ইনডোর সমুদ্র সৈকত

14

সমুদ্র সৈকতে বালির ওপর শুয়ে থাকতে চান কিন্তু গায়ে রোদ লাগাতে চাননা? তাহলে চলে যান জাপানের ইনডোর সৈকতে। স্টেডিয়ামের মত বিশাল ছাউনি লাগানো এই বীচে সত্যিকারের সমুদ্র না পেলেও সত্যিকারের বালি, গাছ আর কৃত্রিম লেকের সমন্বয়ে অনেকটাই বীচ-বীচ ফিল নিতে পারবেন। 

সূত্র: বিগ গ্লোবাল ট্রাভেল

 

১০৬১ পঠিত ... ১৭:৫৭, ফেব্রুয়ারি ০১, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top