আজ ঘরে প্যান্ট ভুলে আসার দিন। বছরের শুরুটা একেকজনের জন্য একেকভাবে হলেও, লন্ডনের কিছু পাগলাটে মানুষের জন্য জানুয়ারির ১২ তারিখ মানেই পাতালরেলে প্যান্ট ছাড়া ঘুরে বেড়ানোর দিন। এই বিশেষ দিনে শত শত মানুষ ঘটা করে, সবার সামনে, প্যান্ট ছাড়াই রাস্তায় নামবে।
বিকাল ৩টায় চায়না টাউন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্টে যখন অর্ধনগ্ন হাজারও মানুষজন হেসে খেলে ঘুরে বেড়াবে, তখন আপনি যদি মনে করেন—দিনের আলোয় হঠাৎ স্ট্রিপ ক্লাবের মানুষজন বেরিয়ে পড়েছে কেন? তাহলে ভুল করবেন। আজকের এই বিশেষ দিনে সপ্তাহের ছুটিটা কাটবে অন্য সব দিনের মতোই, পার্থক্য শুধু একটাই—শরীরের নিচের অংশে থাকবে শুধু অন্তর্বাস, এছাড়া আর একটা সুতাও দেখা যাবে না। সবাই এই দিনটিকে চেনে ‘নো ট্রাউজার্স টিউব রাইড’ নামে।
২০২৫ সালে আবারও ফিরে এল এই ইভেন্ট। ‘নো ট্রাউজার্স টিউব রাইড’ ইভেন্টের সূচনা হয়েছিল ২০০২ সালে। নিউইয়র্ক শহরের সাবওয়েতে ইম্প্রভ এভ্রিহোয়্যার নামে একটি পারফর্মিং আর্ট গ্রুপ মজা করে এই কাজ শুরু করেছিল।
২০০৬ সালে এটি প্রথমবারের মতো নিউইয়র্ক শহরে উদযাপিত হয়। এরপর ২০০৯ সাল থেকে লন্ডনে এটি নিয়মিত পালিত হয়ে আসছে। প্রথমবার ৮ জন মানুষ সাবওয়ে ট্রেনে প্যান্ট ছাড়া উঠে পড়েন। তারা বেশ কিছু স্টেশন পার করতেই পুলিশ উন্মাদ ভেবে ওদের ধরে নিয়ে যায়। তবে পরে ছেড়েও দেয় অবশ্য। সেই ছোট্টো মজাটিই এখন হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক ইভেন্ট। ২০১০ সাল থেকে এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য হাজারও মানুষ বেরিয়ে আসছে রাস্তায়, জানুয়ারির ১২ তারিখে। শুধু লন্ডন নয়, বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরে এটি এখন একটি জনপ্রিয় ট্রেন্ড।
পাগলামি মনে হলেও এই ইভেন্টে সবাই মজা করার জন্য অংশ নেয়। ইভেন্টের মূল থিমটাই এমন যে আপনি প্যান্ট ছাড়া আসবেন কিন্তু লজ্জা পাবেন না, নিজেকে বা অন্যদের দেখে হেসে ফেলবেন না, বরং এমন ভান ধরে থাকবেন যেন মনে হয় সব কিছু একদম স্বাভাবিক।
ইভেন্টে অংশ নিতে নানা বয়সের, নানা পেশার মানুষ চলে আসে। এটি কোনো সামাজিক কিংবা রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং একদিনের জন্য একটু ভিন্ন কিছু করার আনন্দ। এভাবেই একে অপরের সঙ্গে হাসি আর মজার মুহূর্ত শেয়ার করেন সবাই।
আপনি প্রস্তুত তো?
আপনিও যদি আজ লন্ডনে থাকেন এবং এই ইভেন্টে যোগ দিতে চান, তবে মনে রাখবেন—শুধু সাহস আর একটু মজা করার মতো মন থাকলেই যথেষ্ট! তবে হ্যাঁ, প্যান্ট ছাড়াই বেরোবেন, অন্তর্বাস পরতে ভুলবেন না যেন!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন