শিক্ষার্থীদের গিফটের আদলে ঘুষ দিচ্ছেন না তো

১৯০ পঠিত ... ১৭:৪০, আগস্ট ১১, ২০২৪

WhatsApp Image 2024-08-11 at 17.26.56_a283332e

কিছু কোম্পানি ও মিডিয়া প্রকাশ্যেই শিক্ষার্থীদের, ছাতা ঘুষ দিতে শুরু করেছে!

এই ট্রেন্ড ভয়ঙ্কর।

১#

এইটা চলতে দিলে উপহার বা দানের ছদ্মবেশে ঘুষ দেওয়ার সংখ্যা ও প্রবণতা আরও বাড়বে এবং নানামুখী হবে।

এর ধারাবাহিকতায় সমন্বয়কদের গাড়ি, ফ্রিজ ও টয়লেট টিস্যু ঘুষ দেওয়া শুরু করবে বদ কোম্পানিগুলো।

এই বিষয়ে সমন্বয়করা তাদের অবস্থান পরিষ্কার করবেন, দোয়া করি।

২#

রাস্তায় দাঁড়ানো ট্রাফিক শিক্ষার্থীদেরকে ছাতা, পানি বা বার্গার গিফট করতেই পারেন, তা যে কেউ পারেন।

কিন্তু কোম্পানির বিজ্ঞাপন প্রচারে, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদেরকে ব্যবহার করাটা একটা ঘৃণ্য কাজ। আশা করি কোম্পানির কর্তাব্যক্তিরা নিজেদেরকে সংযত করবেন।

এখনই সমন্বয়কদের তরফ থেকে কোম্পানির নাম ও লোগো বসিয়ে উপহার প্রদান নিষিদ্ধ করা হোক।

একই সঙ্গে আপনারা এটাও ঠিক করে দেন যে, কোম্পানিগুলো উপহার অবশ্যই দিতে পারবে, তবে তাদের ফেসবুক পেজ বা মিডিয়ায় উপহার প্রদানের ছবি, নাম বা তথ্য প্রচার করতে পারবে না।

৩#

আর যেটা বললাম, সমন্বয়কদেরকে গিফটের নামে ঘুষ দিচ্ছে কিনা কোনো প্রতিষ্ঠান, সে ব্যাপারে কড়া নজর রাখুন।  

 

১৯০ পঠিত ... ১৭:৪০, আগস্ট ১১, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top