বিসিএসের প্রস্তুতি যারা নিচ্ছেন তারা জানেন, বেশ কিছু সাধারণ জ্ঞান বা বহুনির্বাচনী প্রশ্ন পড়েই মনে হয়, এটার অপশনগুলো অন্যরকম হলে ভালো হতো! বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক এমন ১২টি প্রশ্নের উত্তরের জন্য অন্যরকম চারটি অপশন ভেবেছে eআরকির বিসিএস গবেষক দল!
১. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
ক) রাখেন মিয়া আপনার সুরক্ষা! আগে ক্যামেরা বের করে ছবি তুলব। প্রচুর লাইক, কমেন্টস আসবে।
খ) নিজের গাড়ি? ও মাই কার!
গ) যা করার ড্রাইভার করবে। এতো টাকা বেতন দিয়ে ওরে ঘাস কাটতে রাখছি?
ঘ) ট্রাফিক পুলিশকে পাঁচ টাকা দিয়ে বলব, বজ্রপাত আটকান।
২) আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
ক) আল্লাহ্, তোমার কাছে বিচার দিলাম!
খ) লাগবে না আমার পয়সা! এখনো এত খারাপ দিন আসে নাই...
গ) আমার দাদার দাদা তার দাদা ছাড়া এই হিসাব সম্ভব না।
ঘ) ইটস টোটালি রাবিশ!
৩) If a person cannot stop taking drugs, he is-
ক) হানি সিং।
খ) মাতাল হয়ে হিস্যু করব দেয়ালে!
গ) গরীবের সেফাতউল্লাহ।
ঘ) রিহ্যাবের পথযাত্রী।
৪) ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
ক) বেকার ছেলেমেয়ের আবার গুরুত্ব?!
খ) দুইটা ডালভাত খেয়ে বেঁচে আছি, এই যথেষ্ট।
গ) মোটিভেশনাল গুরুর অকার্যকারী মোটিভেশন স্পিচ শুনবো।
ঘ) পার্সোনাল ব্যাপারে কথা বলতে আগ্রহী নই।
৫) বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক) শিট! আপডেট তো রাখি নাই, কাঁঠাল চেঞ্জ হইছে নাকি?
খ) এত কঠিন প্রশ্ন দাগামু না!
গ) নিশ্চয়ই কোন ঘাপলা আছে। এত সহজ প্রশ্ন বিসিএসে আসবে কেন? আমই দাগাই! যা থাকে কপালে!!
ঘ) অনেক ছোটবেলায় পড়ছি। মনে নাই।
৬. ভায়াগ্রা কী?
ক) যাহ দুষ্টু!
খ) স্যার আমি ওরকম না।
গ) আমাদের এসব কী শিখাচ্ছেন স্যার?
ঘ) শীতকালে এসব মাথায় বেশি আসে। ব্যাপার না!
৭) বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
ক) নাম বললে চাকরি থাকবে না।
খ) বিশ্বকাপ জিতলে অবশ্যই মেসি।
গ) পেলেরে আমরা খেলি না।
ঘ) হাত দিয়ে গোল দেওয়া লোকরে আমরা গুনি না।
৮) He gave up___football, when he got married.
ক) হি হি
খ) হা হা
গ) বুঝি তো!
ঘ) খেলা তো এখন চেঞ্জ হয়ে গেছে মামা!
৯) মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
ক) খাড়ান। গুনে আসতেছি।
খ) আমি এখানে কেন? আমার পরিচয় কী?
গ) আমি ঢাকায় নতুন, এখনো মহাখালী যাওয়া হয় নাই!
ঘ) আপনার কি ধারণা আমি মহাখালী ফ্লাইওভারে কয়টা স্প্যান তা গুনতে উঠছি?
১০) বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে?
ক) কবি সেফাতউল্লাহ
খ) বিশ্ববিখ্যাত সেলিব্রেটি প্রেমসম্রাট সেফাতউল্লাহ
গ) বিশিষ্ট সাহিত্যিক সেফাতউল্লাহ
ঘ) দার্শনিক সেফাতউল্লাহ
১১) একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ-
ক) আপনি কি শিওর দুধের পরিমাণ বেশি আছে?
খ) দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। পানির হিসাব পরে দেখা যাবে।
গ) এই যুগেও দুধে ভেজাল দেয় কোন হালায়?
ঘ) দুধওয়ালারে জিগায় নিলেই তো হয় কতটুকু পানি মিশাইছে।
১২) চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
ক) আপনি কোন দেশে থাকেন ব্রো?
খ) মজা লন?
গ) এই দেশে কোন কিছুর দাম কমতে শুনছেন কোনদিন?
ঘ) কোন চাল? নাজির শাল না মিনিকেট? আমরা মিনিকেট খাই, ওইটার দাম তো কমে না!