দেড় বছর পর আবার চালু হয়েছে স্কুল-কলেজ। এই দীর্ঘ সময়ে বদলে গেছে অনেক কিছুই, এতদিনের বিশাল গ্যাপে শিক্ষার্থীদের জীবন ও মনোজগতে পড়েছে নানান প্রভাব। কী ঘটতে পারে ক্লাসরুমগুলোতে? ভেবেছেন গত শতাব্দীতে স্কুল-কলেজ পার হওয়া আইডিয়াবাজদের দল।
১#
: কিরে, সবার জামা ছোট হয়ে গেছে, তোরটা একটু বড় বড় লাগছে কেন?
: আমারটাও ছোট হইছে, আমি বাবারটা পরে আসছি।
২#
দুই শিক্ষার্থী রাস্তায় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে।
প্রথম জন: দোস্ত ডান দিকে স্কুল।
দ্বিতীয়জন: না না, মনে হয় বাম দিকে।
৩#
দেড় বছরে শারীরিক গঠন বদলে গেছে অনেকেরই...
শিক্ষক (একজনকে দাঁড় করিয়ে): আরেহ রহমান সাহেব, আপনি স্কুলে? তাও শিক্ষার্থীদের টেবিলে বসে!
শিক্ষার্থী: স্যার, আমি রায়হান, রহমান সাহেব আমার বাবা।
৪#
স্যার: ওই বাড়ির কাজ আনিসনি কেন? কান ধর...
শিক্ষার্থী- স্যার, আমি চশমা পরি, হিয়ারিং প্রবলেমের জন্য একটা গ্যাজেট পরি, সাথে আছে মাস্ক। কানের উপর আর চাপ দিয়েন না।
৫#
অনেকেই ক্লাসরুমের লোকেশনে ভুলে যাবে...
: কীরে ছোট ভাইয়েরা, কেমন আছিস? চল স্কুল ছুটির পর একটা ম্যাচ খেইলা ফেলি।
: আপনি কোন ক্লাসে পড়েন ভাই?
: নাইনে।
: এইটা ক্লাস টেন, এইট না।
৬#
পেটেব্যথার অজুহাতের দিন শেষ...
: কিরে করিম, কাল স্কুলে আসিসনি কেন?
: স্যার, সকালে ঘুম থেকে ওঠার পর দুইটা কাশি আসছিলো।
৭#
বদলে যাবে শিক্ষার্থীদের আইডেন্টিটি...
: ওই লাল মাস্ক, কথা কইতাছস ক্যান?
: স্যার আমি কথা কই নাই, নীল মাস্ক কথা কইছে।
৮#
ছুটি চাওয়ার কারণও বদলে যাবে..
: স্যার আমার মাস্ক ছিড়ে গেছে, আমাকে ছুটি দিয়ে দেন।
: সমস্যা নাই, আমার কাছে সার্জিক্যাল মাস্ক আছে। ওই ওরে একটা মাস্ক দে।