মাধ্যমিকে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন একটি সাবজেক্ট 'ভালো থাকা'। এই সাবজেক্টে কী আছে, কারিকুলাম কী, স্যাররা কী পড়াবেন, পরীক্ষায় কী আসবে কিছুই আমরা জানি না (ভালো থাকা আমাদের কপালে নাই!)। কিন্তু ঠিক কী করলে স্টুডেন্টরা ভালো থাকে, তাদের 'ভালো থাকা'গুলো কেমন? স্যাররা কি তা জানে? কীভাবে স্টুডেন্টদের ভালো থাকা শেখালে তারা সবচেয়ে ভালো থাকবে, স্যার-ম্যাডামদের তা জানাচ্ছি আমরা!
১# পরীক্ষায় অবাধে পাশের বন্ধুর খাতা দেখতে দিলে।
২# যখন ইচ্ছা তখনই খেলতে বা ঘুরতে যেতে দিলে।
৩# ক্লাসে পড়া না পারায় বেতের ঘা কিংবা বকুনি না দিলে।
৪# ক্লাসে লুকিয়ে গল্পের বই পড়তে দিলে।
৫# পেছনে বসে বাদরামি করার জন্য ব্যাকবেঞ্চারদের শাস্তি না দিলে।
৬# 'পরীক্ষা' বলে কিছুর অস্তিত্বই না থাকলে, অথবা শুধুমাত্র নম্বর পাওয়ার জন্যই পরীক্ষা না হলে!
৭# স্কুলের পড়া প্রতিদিন স্কুলেই শেষ হয়ে গেলে।
৮# ইচ্ছে হলেই স্কুল পালাতে দিলে।
৯# স্কুলে আসার কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলে।
১০# স্কুলের সকল নিয়ম-কানুন উধাও হয়ে গেলে, কিংবা স্কুলই উধাও হয়ে গেলে!