ছোট ভাইবোন পড়ালেখা বিষয়ক প্রশ্ন নিয়ে আসলে যে ১০ উপায়ে ট্যাকেল দেবেন

২০১২ পঠিত ... ২০:৩৩, নভেম্বর ২১, ২০২০

১# প্রশ্ন একটু কঠিন হয়ে গেলে বলে দিন, 'এইগুলা নতুন অ্যাড হইছে। আমাদের সময় ছিলো না।'।

২# কইয়ের তেলে কই ভাজা ট্রাই করতে পারেন। আপনি ট্রাই করার আগে তিতলির মতো তাকে একবার শেষ চেষ্টা করে দেখতে বলুন। এরপর পালিয়ে যান।

৩# 'আরেহ, এটাতো সহজ অংক। প্রথমে ওমুক সূত্রে ফেল, এরপর ক্যালকুলেশন কর, এরপর আবারো অমুক সূত্রে ফেলে দিয়ে ক্যালকুলেশন করলেই মিলে যাবে'- এভাবে মুখে মুখে গণিত সমাধান করে দিন।

৪# আপনি যে পারেন না তা কিন্তু একদমই বোঝানো যাবে না। বরং কষে দুইটা ধমক দিয়ে বলুন, 'আব্বা আম্মা তোর পেছনে এত টাকা ক্যান ঢালতেছে, সামান্য এই জিনিস পারিস না'। আশা করা যায়, ভয়ে তারা আর কাছে ঘেষবে না।

৫# ঝামেলা এড়াতে প্রতিরোধ ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। নিজে যে গ্রুপে পড়েছেন, ছোট ভাইবোনকে কোনভাবেই সে গ্রুপে ভর্তি করাবেন না। আপনি সাইন্স পড়ে থাকলে, অন্য ভাইবোনদের সাইন্সের আশেপাশেও আসতে দেবেন না।

৬# সমস্যা নিয়ে আসার সাথে সাথে তার পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট জিজ্ঞেস করুন। সে যদি আপনার মতোই ফাঁকিবাজ হয়, তাহলে এমন পাল্টা আক্রমণে পিছু হটবে। আর মেধাবী হলে ৪ নাম্বার পদ্ধতি আবারো প্রয়োগ করুন।

৭# পূর্ববর্তী কোন অপরাধের কথাও মনে করিয়ে দিতে পারেন। বাবা-মার ক্ষোভ উদ্রেককারী অপরাধ হলে ভালো।

৮# 'একবার না পারিলে দেখো শতবার' বিখ্যাত এই কবিতা মনে করিয়ে দিয়ে নোটিশ জারি করে দিন, শতবার চেষ্টার আগে যেন কোনভাবেই আপনার কাছে না ঘেঁষে।

৯# ছোট ভাইবোন বই খাতা নিয়ে আসছে দেখলেই নিজের বই খাতা নিয়ে বসে পড়ুন। এমনভাবে ব্যস্ততা দেখান, যেন কালই আপনার বিসিএস এক্সাম। তার তারা চলে আসবে, কিন্তু আপনি শক্ত থেকে এড়িয়ে যান।

১০# সবচেয়ে ভালো হয় বাড়ি ছেড়ে দিলে। ছোট ভাইবোন থাকলে তারা সমস্যা নিয়ে আসবেই। কয়দিন ট্যাকেল দিবেন? একদিন না একদিন আপনার এই অপারগতার কথা বাবা-মার কানে চলে যাবে, তখন এমনিতেও বাসা থেকে বের হওয়া লাগবে।

২০১২ পঠিত ... ২০:৩৩, নভেম্বর ২১, ২০২০

Top