বাবা-মায়ের যে ১০টি কথা সিরিয়াসলি নেবেন না

২৭১৫ পঠিত ... ১৬:০৩, সেপ্টেম্বর ২৬, ২০২১

বাবা-মা আমাদের অনেক সময়ই এমন কিছু কিছু কথা বলেন, যা আসলে মিন করে বলেন না। কখনও আবেগে বলেন, কখনও আমাদের শান্ত করতে বা স্বান্তনা দিতে, কখনও মোটিভেশনের জন্য কিংবা কখনও এমনি এমনিই... কিন্তু সেসব কথা সরল মনে সিরিয়াসলি নিয়ে পোলাপান যুগে যুগে মহাবিপদে পড়েছে! চলুন দেখে নেই বাবা-মায়ের কোন সব কথা সিরিয়াসলি নিলে নিজ দায়িত্বে নেয়া উচিত...

baba mayer kotha seriously

১# আমরা তো তোমার বন্ধুর মতোই। আমাদের তুমি সবকিছু খুলে বলতে পারো!

২# সালামির টাকাটা আমার কাছে রাখো। তোমার লাগলে তো আমি দিবোই।

৩# এই পরীক্ষাটায় ভালো করতে পারলে যা চাও তাই কিনে দিব।

৪# এখন তো তুমি ছোট, বড় হও। এরপর নিজের যা ইচ্ছা করবা, কোনো বাঁধা নাই।

৫# বিয়ে নিয়ে কোনো জোর-জবরদস্তি নাই, নিজের খেয়াল খুশি মতো করবা। কিন্তু পছন্দের কেউ থাকলে বইলো।

৬# আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও। রেজাল্ট আমার কাছে কোনো ফ্যাক্টর না।

৭# তোদের বয়সে আমরা তো প্রেম-ভালোবাসা কী জিনিস বুঝতামই না।

৮# আমরা বাড়ি থেকে বিশ কিলো সাঁতরায়ে, তিরিশ কিলো পাহাড় বেয়ে ডেইলি স্কুলে যেতাম। আর তোরা?

৯# আমরা তো পাঁচ গামলা ভাত একবারে খাইতাম। তোরা খেতে চাস না ক্যান?

১০# আমরা বাপ মায়ের কথা ছাড়া এক পা নড়তাম না। আর এখনকার পোলাপান...

২৭১৫ পঠিত ... ১৬:০৩, সেপ্টেম্বর ২৬, ২০২১

Top