১# নতুন পরিবেশে এসে দুধ অজ্ঞান হয়ে গেছে, তাই দুধে পানি ঢালছেন জ্ঞান ফেরানোর জন্যে। (এঋক কায়সার)
২# রোদে দুধের গা-হাত-পা শুকিয়ে যাচ্ছিল, তাই উনি পানি ঢেলে দুধকে চরম কষ্টের হাত থেকে বাঁচাচ্ছে। (রুফায়দা জান্নাত)
৩# ভারি দুধ যেন কারো গলায় আটকে প্রাণহানি না ঘটে, তাই পাতলা করে দিচ্ছেন। (নাহিয়ান আলভী)
৪# দুধকে পানি পান করাচ্ছেন। এই গরমে অতি উত্তম কাজ। (মিথুন আচার্যী)
৫# নতুন বছরের বইয়ের জন্যে দুধ ও পানির অনুপাতের ম্যাথ বানাচ্ছেন। (সুজন কে পাল)
৬# দুধ যাতে শুকিয়ে না যায়, এজন্য পানি দিয়ে ভিজিয়ে তাজা রাখার চেষ্টা করছেন। (শামসুল আরেফিন)
৭# দুধ ময়লা হয়ে যাওয়ায় পানি দিয়ে পরিস্কার করছেন। (মিল্টন আশরাফি)
৮# দুধ ঢালার আগে ড্রাম পরিষ্কার করতে ভুলে গিয়েছিলেন, তাই এখন পানি ঢেলে ড্রাম পরিষ্কার করতেছেন। (সাইফ ইসলাম)
৯# গরু ভেজাল দুধ দিয়েছে, তাই ফিল্টারিংয়ের মাধ্যমে পানি মিশিয়ে দুধের গুণগত মান বাড়াচ্ছেন। (এমডি ফরহাদ হোসেন)
১০# পাতন পদ্ধতিতে দুধ থেকে পানি আলাদা করছেন।