'তুমি এত মোটা হইছো কীভাবে' প্রশ্নের যে ১০টি উচিত উত্তর দিতে পারেন

৩৫০৮ পঠিত ... ১৬:০২, সেপ্টেম্বর ১৫, ২০২১

মোটা, চিকন, ফর্সা, কালো সব ধরণের শারীরিক অবস্থার জন্যই অহেতুক প্রশ্ন শুনতে হয় মানুষকে। মনে হয় যেন, এই প্রশ্ন করার জন্যই অনেকে পৃথিবী এসেছেন, তাদের জীবনের লক্ষ উদ্দেশ্যই এমন প্রশ্ন করা৷ কেউ যদি আপনাকে এমন প্রশ্ন করে তবে কী উত্তর দিবেন? eআরকির আজকের পর্বে থাকবে 'আয়হায়, তুমি এত মোটা কেন?' প্রশ্নের কিছু উচিত জবার। ধারাবাহিকভাবে চিকন, ফর্সা, কালো, লম্বা, খাটোর জবাব নিয়েও হাজির হবো আমরা।

mota hoiso uttor (1)

১# অনেকেই খুব পাম দেয় তো, তাই ফুলে গেছি।

২# আমাদের বাসায় ফ্রিজ নাই, সব খাবার পেটে রাখি।

৩# আপনিও হতে চান? এক্ষেত্রে আপনাকে অবিসিটিরোগে আক্রান্ত হতে হবে।

৪# আমি জানতাম আপনি আমাকে একদিন এই প্রশ্ন করে অনেক সুখ পাবেন। সেই সুখের জন্যই মোটা হতে হলো।

৫# ছোটবেলায় আমার স্বপ্ন ছিলো বড় হয়ে সুমো কুস্তিগির হবো, যারা আলতু ফালতু প্রশ্ন করে তাদের পিটাবো৷ তাই নিজেকে প্রস্তুত করছি৷

৬# দুই বেলা নিজের বাসায় খাই আর তিন বেলা আপনার বাসার খাবার খাই।

৭# আমি আসলে সাধারণ মানুষ না, সুপারহিরো- ফ্যাটম্যান!

৮# 'তুমি এত চিকন ক্যান' প্রশ্ন থেকে বাঁচতে...

৯# কেন আমি কি মাটিতে দাড়াইলে মাটিতে গর্ত হয়ে যাচ্ছে? সেই গর্তে পানি জমে এডিস মশা বেড়ে গেছে?

১০# কামরূপ কামাক্ষ্যায় গিয়ে যজ্ঞ করে তন্ত্রমন্ত্র করে মোটা হইছি। আপনিও হইতে চান? আসেন...

৩৫০৮ পঠিত ... ১৬:০২, সেপ্টেম্বর ১৫, ২০২১

Top