অলিম্পিকে যে ১০টি ইভেন্ট রাখলে বাংলাদেশিদের কাছ থেকে কেউ সোনা নিতে পারবে না

২৪৯৩ পঠিত ... ১৮:২৮, জুলাই ২৬, ২০২১

চলছে টোকিও অলিম্পিক (করোনার কারণে গতবছরেরটা সেশনজটে এ বছর)। 'সোনার বাংলাদেশ' নামে আমাদের পরিচিতি থাকলেও, অলিম্পিকে সোনা জেতা আমাদের জন্য আকাশ কুসুম কল্পনাই বলা যায়। কিন্তু দোষ কিন্তু আমাদের না, বরং অলিম্পিকের! ওরা ভালো ভালো ইভেন্ট রাখেনি বলেই আমরা তেমন কিছু করতে পারি না। দেখুন, নিচের ইভেন্টগুলো অলিম্পিকে থাকলে, আমাদের কি এইসব ইভেন্টে সোনা কখনও মিস হইতো?

bd shorno olym


১# তেলমারা ইভেন্ট

যুগযুগ ধরে তেলমারায় সেরা বাংলাদেশ। এই ইভেন্টে যদি বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কেউ থেকে থাকে, সেটা বাংলাদেশই। অলিম্পিকে এই ইভেন্টের সংযুক্তি বাংলাদেশকে প্রতি আসরে ১৬ কোটি স্বর্ণপদক এনে দিতে পারবে।

২# ঘুষ খাওয়া ইভেন্ট

ঘুষ খাওয়া ইভেন্টে কিছু দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা হলেও, শেষে স্বর্ণ বাংলাদেশের ঘরেই আসবে। প্রতিটি সরকারি চাকরিজীবীর ঘরে ঘরে তখন সৎ কর্মীর মেডেলের পাশে ঝুলে থাকবে একটি অলিম্পিক স্বর্ণপদক।

৩# চলন্ত গাড়ি থামিয়ে রাস্তা পার হওয়া ইভেন্ট

দৌড়, জিমন্যাস্টিকের সমন্বয়ে একটি মাল্টিইভেন্ট হতে পারে এটি। গাড়ি চলা অবস্থায় হাত দিয়ে গাড়ি থামিয়ে হালকা দৌড় ও শরীরের বাঁকের দারুণ নৈপুণ্য এই স্পোর্টসটিতে বাংলাদেশের যে কেউ স্বর্ণপদক নিয়ে আসতে পারে।

৪# রং সাইডে রেসিং ইভেন্ট

অলিম্পিকে এই ইভেন্টে রাখলে বাংলাদেশের এমপি, মন্ত্রীরাও অংশগ্রহণ করতে পারবে। তবে পদক চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসের ড্রাইভারের দখলে।

৫# স্টপেজে দাঁড়িয়ে থাকা ইভেন্ট

ঢাকা শহরের বাস ড্রাইভারদেরকে এই ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়া যেতে পারে। কে কতক্ষণ গালিগালাজ শুনে স্টপেজে দাঁড়িয়ে থাকতে পারবে- তাই হবে প্রতিযোগিতা।

৬# রাস্তা খোড়া ইভেন্ট

এই ইভেন্টে ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা পদক জিতে নিবেই। পাশাপাশি রাস্তা খোড়া দেখা ইভেন্টে রাখলে সাধারণ পাবলিক বেশ কিছু পদক নিয়ে আসবে।

৭# নিশিভোট ইভেন্ট

এটি একটি সম্পূর্ণ লোকাল ইভেন্ট। অন্য ইভেন্টগুলোতে প্রতিবেশি দেশগুলো প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে স্প্যানিশ লিগ, লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ কেউই আমাদের লীগের সাথে পেরে উঠবে না।

৮# কারেন্ট ডিসকানেক্ট ইভেন্ট

বিদ্যুৎ অফিসের লোকরা এই ইভেন্টে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার বিষয় থাকবে বৃষ্টি আসা ও বিদ্যুৎ ডিসকানেক্ট করার ক্ষেত্রে কার টাইমিং কতটা পারফেক্ট হয়।

৯# লাফ দিয়ে বাসে ওঠা ইভেন্ট

চলন্ত বাসে কিভাবে লাফ দিয়ে ওঠা যায় এবং ঝুলে ঝুলে যাওয়া যায়, এই কাজে আমাদের চেয়ে দক্ষ পৃথিবীতে কেউ নেই। অলিম্পিকে এই ইভেন্ট থাকলে সোনা রূপা ব্রোঞ্জ সব আমাদের।

১০# ট্যাঁটা ফাইট

ইয়ে, জানেনই তো, অলিম্পিকে এই ইভেন্ট থাকলে কারা খেলবে, কারা জিতবে...

২৪৯৩ পঠিত ... ১৮:২৮, জুলাই ২৬, ২০২১

Top