খুলতে শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় ও হলগুলো। দেড় বছরেরও বেশি সময় পর ভার্সিটি শিক্ষার্থীরা ফিরছেন হল ও বিশ্ববিদ্যালয়ে। এত লম্বা সময়ে অনেকেই অনেক কিছু ভুলে যেতে পারেন। তাই নিতে হবে কিছু আবশ্যক প্রস্তুতি। এক নজরে চোখ বুলিয়ে নিন।
১# প্রথমত আপনাকে জানতে হবে, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন, কতদূর পড়েছেন। তবে তারও আগে জানতে হবে, বিশ্ববিদ্যালয় কী?
২# দুয়েকদিন আগে থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে সালাম দেয়া প্র্যাকটিস করেন৷ দীর্ঘদিন বাসায় থাকতে থাকতে হয়তো আপনার সালামের অভ্যাসে হেরফের হতে পারে৷ প্র্যাকটিস না করলে সিনিয়রদের সময়মত সালাম দিতে পারবেন না৷ আর সালাম দেয়াটা কত জরুরি, তা তো জানেনই।
৩# ভার্সিটি যাওয়ার আগে সিনিয়র আর জুনিয়রদের ভালোভাবে চিনে নিন। ভুলে যেন কোন জুনিয়রকে সালাম দিতে না হয়৷ সিনিয়রকে সালাম না দেওয়ার চেয়েও বড় অপরাধ জুনিয়রকে সালাম দেয়া।
৩# হলে ওঠার ক্ষেত্রে কোনটা হল, সেটা আগে চিনে নিন৷ অতি উত্তেজনায় ভুল করে সিনেমা হল কিংবা কোন কনভেনশন হলে চলে যাবেন না।
৪# হলে আপনার রুম কোনটা তাও ভালোভাবে চেক করে নিন। প্রয়োজনে একাধিকবার রেকি করুন। নতুবা ভুলে যদি সিনিয়রদের রুমে চলে যান, তাহলে কিন্তু র্যাগ কনফার্ম।
৫# মেয়েরা একটু মনে সাহস নিয়ে যাবেন৷ নতুবা সাথে করে ফায়ার সার্ভিস নিয়ে যেতে পারেন৷ এতদিনে নিশ্চয়ই রুমে তেলাপোকারা কয়েক প্রজন্ম বসবাস শুরু করেছে৷
৬# হলের কোথাও পরিষ্কার পানি দেখলেই তা দিয়ে মুখ ধুয়ে ফেলবেন না। আপনি হয়তো এতদিনে হলের ডালের কথা ভুলে গেছেন।
৭# মোটা করে বয়স্ক কাউকে দেখলেই স্যার ভাববেন না। হতে পারে আপনারই কোনো ক্লাসমেটের দেড় বছরে বাসায় থাকতে থাকতে এমন অবস্থা।
৮# ক্যাম্পাসের পুরোনো ক্রাশকে দেখলেই প্রেমিক ভাব নিয়ে এগিয়ে যাবেন না (ছেলেদের জন্য প্রযোজ্য)। হতে পারে দেড় বছরে তার বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে।
৯# ক্লাসে যাওয়ার আগেই আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন, রোল কত, স্যার-ম্যাডাম কারা এসব ব্যাপারে নিশ্চিত হয়ে নিন। পরে দেখবেন লজ্জায় কেউ কাউকে জিজ্ঞেস করতে পারছে না কিন্তু সবাই ভুলে গেছে।
১০# ক্লাসে যাওয়ার সময় খেলনা নিয়ে যেতে পারেন। যেসব মেয়ে-ক্লাসমেট এতদিনে বাচ্চার মা হয়ে গেছে তারা ক্লাসে বাচ্চা নিয়ে আসলে তাদের সাথে খেলতে পারবেন।