বেশ কিছু মাস ধরে দূর্নীতি, ঘুষ, প্রশ্নফাঁসের মতো ঘটনায় ফেঁসে যাচ্ছেন অনেক হাই প্রোফাইল সরকারি কর্মকর্তা-কর্মচারিরা। কষ্ট করে সরকারি চাকরি নেওয়ার পরও এভাবে ফেঁসে যাওয়া যথেষ্ট দুঃখজনক বলে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তারা সম্মিলিত ভাবে কিছু উপদেশ দিচ্ছেন নিয়মিত। তাদের একটাই চাওয়া এই উপদেশগুলো পড়ে যেন যে কেউ ধরা খাওয়া থেকে নিজেদের বাঁচাতে পারে।
১#
দেখবেন আপনার ছেলে যেন কখনোই কোরবানির সময় ছাগল না কেনে (উপদেশ দিয়েছেন, বেনজীর আহমেদ)
২#
কখনোই নিজের ছেলেকে অডি গাড়ির ছবি ফেসবুকে আপলোড করতে দেবেন না। (উপদেশ দিয়েছেন, ফুডভ্লগার রাফসানের বাবা)
৩#
একের অধিক বিয়ে করে থাকলে অবশ্যই প্রথম স্ত্রী ব্যতীত সবাইকে নিজের ভিন্ন পরিচয় দিয়ে পরিবারে রাখবেন। (উপদেশটি দিয়েছেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান)
৪#
ছেলেমেয়েদের সাথে নিজের কোনো ছবি ফেসবুকে আপলোড দেবেন না। নিজের অ্যাকাউন্ট থেকেও না, সন্তানের অ্যাকাউন্ট থেকেও না। (উপদেশ দিয়েছেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান)
৫#
কোরবানির গরু ছাগল অবশ্যই দেশের কোনো হাট থেকে কিনবেন না। (উপদেশ দিয়েছেন, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান)
৬#
ছেলে-মেয়ের বিশ্ববিদ্যালয়ে ক্লাসের ফাঁকে রেস্ট নেওয়ার জন্য ৩ কোটি টাকার ফ্ল্যাট কিনে দেবেন না। (উপদেশ দিয়েছেন, পুলিশের সাবেক ডিআইজি বেনজীর আহমেদ)
৭#
কখনোই সাকিব আল হাসানের সাথে কোনো ছবি তুলবেন না। (উপদেশটি দিয়েছেন, আরাভ খান)